মোহনপুর মাহকুমাধীন বামুটিয়া ব্লকের অন্তর্গত আগরতলা বামুটিয়া প্রধান সড়কের ভোগজর এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে স্থানীয় জনগণ।অবরোধকারীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান তারা প্রায় ২ বছর যাবত পানীয় জলের সমস্যায় ভোগছেন এবং তার প্রতিবাদে,পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।তারা পাম্প অপারেটর,স্থানীয় জনপ্রতিনিধিদের জানালেও কাজের কাজ কিছু হয়নি তাই আজ পুনরায় পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিজেপি বামুটিয়া মণ্ডলের সভাপতি শিবেন্দ্র দাস এবং উনার আশ্বাস ক্রমে পথ অবরোধ মুক্ত হয় ।



