Monday, October 27, 2025
বাড়িখবররাজ্যশালবাগানের ছিনতাই কান্ডে আরো দুই অভিযুক্ত  গ্রেফতার

শালবাগানের ছিনতাই কান্ডে আরো দুই অভিযুক্ত  গ্রেফতার

পূজোর ঠিক আগে রাজধানীর শালবাগান এলাকায় অটো থেকে এক মহিলার স্বর্ণের হার ছিনতাই কাণ্ডে গ্রেপ্তার আরও ২। ধৃতরা হলো সুমন দেবনাথ এবং রাকেশ দেবনাথ ।এই পর্যন্ত এই ঘটনায় মোট চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ।সোমবার এনসিসি থানার ওসি প্রাজিত মালাকার এই সংবাদ জানিয়েছেন।

দূর্গা পূজার আগে ২৪ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর শালবাগান এলাকায় এক অটো যাত্রী মহিলার গলার হার ছিনতাই হয় ।এই অটোতে নীলাদ্রি কর্মকার নামে এক যুবক তার বোনকে নিয়ে আগরতলায় পুজোর কেনাকাটা করতে সিধাই মোহনপুর থেকে আসছিলেন ।এই অটোতেই আকাশ সরকার এবং সুমন মজুমদার নামে দুই যুবক যাত্রী সেজে আগরতলায় আসছিল ।পথে শালবাগান এলাকায় তারা অটো থেকে নেমে যায় এবং নামার সময় নিলাদ্রী কর্মকারের বোনের গলা থেকে সোনার হার ছিনতাই করে পালায় ।এই ঘটনায় এনসিসি থানায় একটি ছিনতাইয়ের মামলা করা হয় ।মামলা হাতে নিয়ে এনসিসি থানার তদন্তকারী আধিকারিক রাহুল দাস তদন্ত শুরু করেন এবং অভিযুক্ত আকাশ সরকার ও সুমন মজুমদারকে গ্রেফতার করেন ।ধৃত অভিযুক্তরা বর্তমানে আদালতের নির্দেশের জেল হাজতে রয়েছে ।রববার এই ঘটনার তদন্তকারী পুলিশ আধিকারিক রাহুল দাস আদালতের আদেশ নিয়ে কারাগারে গিয়ে ধৃত অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে তারা জানান ,ছিনতাই করা স্বর্ণের হারটি সুমন দেবনাথ নামে এক যুবকের কাছে রয়েছে। সুমন দেবনাথ কে জেরা করে আই ও রাহুল দাস রাকেশ দেবনাথ নামে আরো এক যুবককে এই কাজের সাথে যুক্ত থাকার প্রমাণ পায়। এদের দুজনের বাড়ি নরসিংগড় এলাকায়। সুমন দেবনাথ হারটি রাকেশ দেবনাথ নামে এক জুয়েলারি ব্যবসায়ীর কাছে রাখে। সোমবার এনসিসি থানার পুলিশ অভিযুক্ত সুমন দেবনাথ এবং রাকেশ দেবনাথকে গ্রেফতার করে। এদিন এনসিসি থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রাজিৎ মালাকার এই সংবাদ জানান। এন সি সি থানার পুলিশ আধিকারিক  আরো জানান, ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হবে ।উল্লেখ্য এই ছিনতাই কাণ্ডে এখন পর্যন্ত মোট চার অভিযুক্তকে গ্রেফতার করেছে ncc থানার পুলিশ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

18 − 13 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য