আগরতলা: সাত দফা দাবীকে সামনে রেখে সোমবার থেকে ত্রিপুরা রাজ্য জুড়ে আন্দোল কর্মসূচি শুরু করেছে আমরা বাঙালি দলের ত্রিপুরা রাজ্য কমিটি। এই কর্মসূচির অংশ হিসেবে এদিন আগরতলার শিবনগর এলাকার দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান। পাশাপাশি পশ্চিম ত্রিপুরা জেলাশাসক অফিসে ডেপুটেশন প্রদান করেন আমরা বাঙালি দল। এদিনের কর্মসূচির বিষয়ে দলের রাজ্য কমিটির সভাপতি গৌরাঙ্গ রুদ্রপাল বলেন, ত্রিপুরা রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, রাজ্যে আইনের শাসন নেই। তাই প্রশাসনের লোকজন নিরাপদ নয়, সাধারণ মানুষের অবস্থা আরো করুন। দ্রুত এই অবস্থার পরিবর্তন করে রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। পাশাপাশি নাগরিক সমাজের উদ্যোগে ডাকা বনধের দিন কমলপুর মহকুমার শান্তির বাজারে আক্রমণের পরিপ্রেক্ষিতে সুস্থ তদন্ত দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করা। রাজ্য জুড়ে নেশার ব্যবহার বৃদ্ধি পেয়েছে, তা নিয়ন্ত্রণ করতে হবে। বেকার সমস্যার সমাধান, বিদ্যুৎ মাসুল বন্ধ করার দাবী জানান।



