রেলের বগি ব্যবহার করে যদি নেশা কারবারীরা রাজ্যে নেশা দ্রব্য আমদানি করতে পারে, তবে অস্ত্র ব্যবসায়ীরা একইভাবে অস্ত্র আমদানিও করতে পারে ।বিষয়টি নিয়ে তদন্তের দাবী জানালো প্রদেশ কংগ্রেস ।এদিন সাংবাদিক সম্মেলন করে সংশ্লিষ্ট বিষয়টি উত্থাপন করেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী।
রাজ্যের নেশা কারবারের বাড়ন্তে উদ্বেগ প্রকাশ করল প্রদেশ কংগ্রেস ।সোমবার সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে প্রদেশ কংগ্রেস প্রবক্তা প্রবীর চক্রবর্তী অভিযোগ করে বলেন ,নেশা তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে ।একদিকে ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে এবং অপরদিকে যুব সমাজকে মাদকাসক্ত করে রেখে মূল সমস্যা থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে। তিনি আরো জানান ,এক সমীক্ষায় দেখা গেছে ,রাজ্যের বেকারদের মধ্যে ৯০% নেশাখোর। সাধারণের মধ্যে এর শতকরা হার 65% ।তিনি আরো জানান, অস্ত্রকারবারীদের সাথে নেশা কারবারিদের যোগ সূত্র থাকতে পারে। নেশা কারবারিরা যদি রেলকে ব্যবহার করে রাজ্যে নেশা দ্রব্য আমদানি করতে পারে তবে সন্ত্রাসবাদীরা এবং অস্ত্র ব্যবসায়ীরা একইভাবে রাজ্যে অস্ত্র আনতে পারে। বিষয়টি নিয়ে সুক্ষ তদন্তের প্রয়োজন বলে জানান তিনি।
সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী আরো জানান, সরকার এবং প্রশাসন নেশার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে প্রদেশ কংগ্রেস।



