স্কুলের বাউন্ডারির মধ্যেই হচ্ছে সাড়ে ২২ কোটি টাকার ৫.৫ এমএলডি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ।শনিবার রাজধানীর মাস্টার পাড়া স্থিত সংশ্লিষ্ট স্কুল এলাকা পরিদর্শন করেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। স্থানীয় শিশুদের খেলার জায়গায় ওয়াটার টিটমেন্ট প্লান্ট নির্মাণের পরিকল্পনায় নিম রাজি এলাকাবাসী। বিষয়টি ভেবে দেখা হবে বলে জানান মেয়র।
দীর্ঘদিন ধরেই আগরতলা পৌর নিগমের ৩২ এবং ২০ নম্বর ওয়ার্ড এলাকায় বিশুদ্ধ পানীয় জলের অভাব রয়েছে। বর্তমানে শিশু বিহার স্কুলের প্যান্ট থেকে পাইপ যুগে সংশ্লিষ্ট এলাকায় পানীয় জল সরবরাহ করা হলেও চাহিদার তুলনায় তা নগণ্য। এরই মধ্যে কয়েক মাস আগে সংশ্লিষ্ট জলবাহী পাইপ ফেটে বিপত্তি ঘটে ।ফাটা পাইপের অংশ দিয়ে প্রবেশ করা নোংরা পানীয় জল ব্যবহার করে মাস্টারপাড়া ও সংলগ্ন এলাকায় জল বাহিত রোগের পাদুর্ভাব দেখা দেয়। এতে জন্ডিসে আক্রান্ত হন মাস্টারপাড়া ও সংলগ্ন এলাকার ১০০ জন মানুষ। এরপর থেকে এখন পর্যন্ত মাস্টারপাড়া ও সংলগ্ন এলাকায় আগরতলা পৌরনিগমের পানীয় জলের ট্যাংকের মাধ্যমে জল সরবরাহ করা হচ্ছে ।সংশ্লিষ্ট এলাকার এই জল কষ্ট দূর করণে জল বোর্ড একটি বড়সড় উদ্যোগ গ্রহণ করেছে। মাস্টারপাড়ায় ৫.৫ এমএলডি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে জল বোর্ড ।এর জন্য প্রায় সাড়ে ২২ কোটি টাকা ব্যয় হবে ।স্থির করা হয়েছে মাস্টার পাড়াস্হিত আদর্শ কলোনি স্কুল মাঠে এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করা হবে ।কিন্তু এতে এলাকাবাসী অসন্তুষ্ট ।কারণ অত্র এলাকার একমাত্র এই স্কুলেই খেলার মাঠ রয়েছে, যেখানে শিশুরা খেলাধুলা করে।শনিবার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের লক্ষ্যে এলাকা সফরে যান আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ।সাথে ছিলেন স্থানীয় কর্পোরেটর রত্না দত্ত, জল বোর্ডের চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। এদিন মেয়র সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে এলাকাবাসীর সাথে কথা বলেন ।এলাকাবাসী এলাকার শিশুদের খেলার মাঠটি যেন নষ্ট না হয় সেই দাবি জানান ।এই প্রসঙ্গে বলতে গিয়ে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন ,সংশ্লিষ্ট স্থানেই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ করা হবে ।শিশুদের খেলার মাঠ সুরক্ষিত রাখা নিয়ে বিশেষ নজর দেওয়া হবে ।তিনি জানান ,এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট হলে পরে আগরতলা পৌর নিগমের ৩২ এবং ২০ নম্বর ওয়ার্ডের প্রায় ২৫০০ বাড়ি ঘরে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা যাবে। পাশাপাশি এই ট্রিটমেন্ট প্লান্ট থেকে ওভারহেড ট্যাংক এর মাধ্যমে জল নিয়ে রামনগরের 8 , 9 এবং 10 নম্বর রোড এলাকার বাড়িঘরে সরবরাহ করা যাবে। এর ফলে সংশ্লিষ্ট এলাকার নাগরিকরা বিশুদ্ধ পানীয় জল পাবেন।
এদিকে গ্রীন এরিয়ায় এই ধরনের একটি বড়সড়ো ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলেই চর্চা শুরু হয়েছে। কারণ এই স্থান থেকে ১০০ মিটার দূরেই রয়েছে বাড়ি বাড়ি রান্নার গ্যাস সরবরাহের জন্য টিএনজিসিএল -এর একটি বড়সড় প্ল্যান্ট ।তথ্যভিজ্ঞ মহলের অভিমত, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের জন্য TNGCL-এর প্লান্টটি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।



