Friday, October 24, 2025
বাড়িখবররাজ্যবনধের আহ্বায়ক এবং হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানালেন কংগ্রেস বিধায়ক সুদীপ...

বনধের আহ্বায়ক এবং হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানালেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন

বন্ধের আহবায়ক এবং কমলপুরের শান্তির বাজারে হামলাকারীদের বিরুদ্ধে তদন্তক্রমে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন এআইসির ওয়ার্কিং কমিটির সদস্য তথা কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ।শুক্রবার শান্তিরবাজারের ঘটনায় আহতদের দেখতে জিবি হাসপাতালে যান তিনি। কংগ্রেস বিধায়কের অভিযোগ ,বর্তমান কে কালিমালিপ্ত করতেই এই ধরনের ঘটনা।

রাজ্য বনধে কমলপুরের শান্তিরবাজারের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা এবং চর্চা শুরু হয়ে গেছে ।বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এই ঘটনার দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠতে শুরু করেছে। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনও এই দাবি করেন। শান্তির বাজারের ঘটনায় দুষ্কৃতিকারীদের আক্রমণে গুরুতরভাবে আহত হন সালেমা ব্লকের বিডিও অভিজিৎ মজুমদার, কমলপুর মহকুমা পুলিশ আধিকারিক সুমন্ত দেববর্মা এবং ইঞ্জিনিয়ার অনিমেষ সাহা ।বৃহস্পতিবার রাতেই আঘাত গুরুতর হওয়ায় তাদের জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা। শুক্রবার সকালে আহতদের দেখতে জিবি হাসপাতালে ছুটে যান এআইসির ওয়ার্কিং কমিটির সদস্য তথা কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি আহতদের সাথে কথা বলেন। তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি ।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংশ্লিষ্ট ঘটনার প্রতিক্রিয়া ব্যক্ত করেন কংগ্রেস বিধায়ক। তিনি বলেন ,যারা জনগণের জীবন সম্পত্তি রক্ষা করেন ,রাজ্যের উন্নয়নকে তরাম্বিত করেন তাদের অন্যতম পুলিশ এবং প্রশাসনের আধিকারিক । পুলিশ ও প্রশাসনের উপর যখন হামলা চালানো হয় তখন বোঝা যায় রাজ্যের আইন শৃঙ্খলা কোন তলানিতে এসে ঠেকেছে। গোটা রাজ্যের জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছে বলে অভিযোগ করে কংগ্রেস বিধায়ক আরো বলেন, সুষ্ঠুভাবে তদন্তক্রমে রাজ্য বনধের আহ্বায়ক এবং এই হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা রুজু করা হোক ।তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। প্রশাসনের কাছে এমনটাই দাবি জানাচ্ছেন তিনি ।এই ধরনের অরাজকতা মেনে নেওয়া যায় না বলে অভিমত ব্যক্ত করেন তিনি ।কংগ্রেস বিধায়কের আরো অভিযোগ, বর্তমানকে কালিমালিপ্ত করতে প্রাক্তনের একটা প্রয়াস জারি রয়েছে। বিজেপির অন্ত কলহের প্রভাবে প্রভাবিত হামলাকারীরা ।ঘটনার উদ্বেগ প্রকাশ করে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, একটা অংশ রাজ্যে আবার ১৯৮০ সালের পরিস্থিতি ফিরিয়ে আনতে চাইছে ।এই সমস্ত কাপুরুষদের ধিক্কার জানান তিনি।

কমলপুরের ঘটনায় অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ।এই ধরনের হামলার ঘটনার উদ্যোগ প্রকাশ করে সকল নেতৃবৃন্দ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য