Sunday, October 26, 2025
বাড়িখবররাজ্যঅনুপ্রবেশ বন্ধের দাবিতে অরাজনৈতিক মঞ্চ ও নাগরিক সমাজের ২৪ ঘন্টার বনধ

অনুপ্রবেশ বন্ধের দাবিতে অরাজনৈতিক মঞ্চ ও নাগরিক সমাজের ২৪ ঘন্টার বনধ

তিপ্রাসা সিভিল সোসাইটির ডাকা রাজ্যে ২৪ ঘন্টার বনধকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া। সকাল থেকেই উত্তর গেইট এলাকায়  বনধকে সফল করতে সর্মথনকারীরা পিকেটিং শুরু করেন তিপ্রামথা বিধায়ক রঞ্জিত দেববর্মার নেতৃত্বে । এছাড়া এদিন বনধ সমর্থকারীরা আগরতলা-খোয়াই ১০৮(বি) জাতীয় সড়কের লেম্বুছড়া এলাকায় পথ অবরোধ দেশের জাতীয় পতাকা নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে বনধ সমর্থকারীরা । এদিকে উপস্থিত ছিলেন এডিসির ই.এম রুনিয়েল দেববর্মা। এদিন রুনিয়েল দেববর্মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করেন কেন্দ্রীয় সরকারের তরফে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর দাবিতে এই ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া দেখা গিয়েছে নিত্যদিনের মতো আজও নিজের কর্মস্থান টিএমসি মেডিকেল কলেজে যাচ্ছিলেন চিকিৎসক অভিষেক দত্ত। তখনই রাজধানীর উত্তর গেট এলাকায় তাকে আটকে দেয় আন্দোলনকারীরা। তিনি চিকিৎসক, জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত থাকার পরেও তাকে কোনোভাবেই যেতে দেয়নি আন্দোলনকারীরা। চিকিৎসক অভিষেক দত্ত রাস্তা পরিবর্তন করতে না চাইলে চিকিৎসকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন অবরোধকারীরা। এক সময় পুলিশের সামনেই চিকিৎসকের বাইকের চাবি খুলে নেন অবরোধকারীরা। নিরুপায় হয়ে নিজের যাত্রাপথ পরিবর্তন করলেন ঐ চিকিৎসক। গোটা ঘটনাটি পুলিশের সামনে ঘটলেও পুলিশকে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি। যার ফলে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

six − two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য