Sunday, October 19, 2025
বাড়িখবররাজ্যপ্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিককে প্রকাশ্যে...

প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিককে প্রকাশ্যে গালি দেওয়ায় শোকজ করা হলো বিধায়ক তোফাজ্জল হোসেনকে

বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তফাজ্জল হোসেন ত্রিপুরা বিজেপির অভ্যন্তরে রাজনৈতিক চাপানোত্তর সৃষ্টি করেছেন। রাজ্য বিজেপির তরফে আজ এক চিঠিতে শোকজ করা হল তাকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ গত ১৮ অক্টোবর এক জনসভায় প্রকাশ্যে দলের নেতৃত্বের বিরুদ্ধে সমালোচনামূলক মন্তব্য করেছেন। ওই দিন বক্সনগরে দেওয়া বক্তৃতায় তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের বিরুদ্ধে অভিযোগ তোলেন, তাঁরা জনস্বার্থে প্রয়োজনীয় তহবিল মঞ্জুর করেননি।দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিজেপি রাজ্য কমিটির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত স্বাক্ষরিত এই নোটিশে বলা হয়েছে, একজন জননেতা হিসেবে এ ধরনের মন্তব্য “গুরুতর শৃঙ্খলাভঙ্গ ও দলের আচরণবিধির লঙ্ঘন। প্রদেশ বিজেপি সভাপতির নির্দেশে তফাজ্জল হোসেনকে পাঁচ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। কেন তাঁর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে না। এই সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eleven + five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য