বিজেপির ৮ টাউন বড়দোয়ালী মন্ডলের উদ্যোগে আয়োজিত শ্যামাপুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ।রবিবার সন্ধ্যা সাড়ে ছটায় পুজো মন্ডপের উদ্বোধন করবেন তিনি ।এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।
প্রতি বছরের মত এবারো ৮ টাউন-বড়দোয়ালী মন্ডল কমিটির উদ্যোগে শ্রী শ্রী শ্যামা মায়ের আরাধনার আয়োজন করা হয়েছে। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এই পুজো হবে ।বর্তমানে চলছে পূজোমণ্ডপ নির্মাণের চূড়ান্ত প্রস্তুতি ।এদিন পূজা মণ্ডপের সামনে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান আগরতলা পৌরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। তিনি জানান ,আগামীকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় এই শ্যামা পূজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা।শ্যামা পূজা উপলক্ষে ১৯,২০ এবং ২১ অক্টোবর পর্যন্ত ৩ দিন ধরে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই তিন দিনই দর্শনার্থীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে। ৮ টাউন বর্দোয়ালী মন্ডলের উদ্যোগে আয়োজিত শ্যামা মায়ের পুজোয় সকলের উপস্থিতি কামনা করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।
উল্লেখ্য, কোন চাঁদা সংগ্রহ করে এই পূজা করা হচ্ছেনা।৮ টাউন বড়দোয়ালী মন্ডল কমিটির সদস্যরাই নিজেদের টাকায় এই শ্যামা পূজোর আয়োজন করছেন।