বাধারঘাট রেল স্টেশন থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ।ঘটনা শনিবার দুপুরে বাধারঘাট রেল স্টেশনের পার্সেল কাউন্টারের সামনে ।মৃত ব্যক্তির দেহ উদ্ধার নিয়ে পুলিশ এবং জিআরপিএফ থানার পুলিশের তালবাহানায় এদিন জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
বিনা চিকিৎসায় সবার সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক ব্যক্তি ।ঘটনা শনিবার সকালে বাধারঘাট রেল স্টেশনের পার্সেল কাউন্টারের সামনে ।সম্ভবত শ্রমিক শ্রেণীর এই অজ্ঞাত পরিচয় ব্যক্তি কোন এক কাজে স্টেশনের পার্সেল কাউন্টারের সামনে আসেন।কিছুক্ষণ বাদে শরীর অস্বস্তি করায় মাটিতে বসে পড়েন তিনি ।একসময় ঘুমিয়ে পড়েন ।অনেকেই বিষয়টি লক্ষ্য করলেও মানবিক দায়িত্ব ও কর্তব্য এড়িয়ে যান। পরে কৌতুহলী জনতা যখন সামনে গিয়ে দেখলেন তখন এই ব্যক্তির দেহ নিথর হয়ে গেছে। চিকিৎসা পরিষেবা প্রদানের কোন প্রয়োজনই পড়ল না তার।তখন স্থানীয়রা এই খবর পাঠান আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার পুলিশের কাছে ।খবর যায় আমতলী থানাতেও ।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জিআরপি থানার পুলিশ এবং আমতলী থানার পুলিশ। কিন্তু মৃতদেহ উদ্ধার নিয়ে শুরু হয় দুই থানার পুলিশের মধ্যে ট্যাগ অফ ওয়ার ।বাক-বিতণ্ডা চলতে থাকে দীর্ঘ চার ঘন্টা পর্যন্ত। বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন আগরতলা রেলস্টেশনে উপস্থিত জনসাধারণ ।এক ব্যক্তি জানান ,সকাল ৭ঃ০০ টা থেকে এই অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ এখানে পড়ে রয়েছে। কিন্তু বেলা সাড়ে এগারোটা বাজে ।মৃতদেহ উদ্ধারে কোন নাম গন্ধ নেই।
অবশেষে বেলা বারোটা নাগাদ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ।দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে ।মৃতের দেহ সনাক্তকরণের জন্য প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। তবে এদিন এই মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে দুই থানা পুলিশের চূড়ান্ত গাফিলতি জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করে।