Sunday, October 19, 2025
বাড়িখবররাজ্যসুষ্ঠুভাবে পরীক্ষার মাধ্যমে নিয়োগের দাবিতে স্বাস্থ্য দপ্তরে আধিকারীকের নিকট যুব কংগ্রেসের ডেপুটেশন

সুষ্ঠুভাবে পরীক্ষার মাধ্যমে নিয়োগের দাবিতে স্বাস্থ্য দপ্তরে আধিকারীকের নিকট যুব কংগ্রেসের ডেপুটেশন

স্বাস্থ্য দপ্তরের ৮৫টি গুরুত্বপূর্ণ পদ পূরণে নিয়োগ সংক্রান্ত পরীক্ষা যথাযথ নিয়ম অনুসারে সম্পূর্ণ করার দাবী জানালো ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। শুক্রবার ত্রিপুরা প্রদশ যুব কংগ্রেসের এক প্রতিনিধি দল সংশ্লিষ্ট দাবির ভিত্তিতে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার সাথে দেখা করে ডেপুটেশন প্রদান করে ।এই ডেপুটেশন প্রদানের নেতৃত্বে ছিলেন রাজ্য যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা।

২০১৮ সালে ঘোষিত নিয়োগনীতির প্রক্রিয়া মেনে চলছেনা রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর ।এমনটাই অভিযোগ ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের ।নিয়োগ নীতির পরীক্ষা যথাযথভাবে সংঘটিত করার জন্য স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট দাবি জানিয়েছে যুব কংগ্রেস। শুক্রবার প্রদেশ যুব কংগ্রেসের এক প্রতিনিধি দল রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার সাথে ডেপুটেশনে মিলিত হয়। ডেপুটেশন প্রদানকালে যুব কংগ্রেস প্রতিনিধি দল স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার সাথে দেখা করে এই দাবি থানায়। ডেপুটেশন প্রদান শেষে রাজ্য যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ,রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর বিজ্ঞাপনের মাধ্যমে দপ্তরের ৮৫টি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পরীক্ষার মাধ্যমে নিয়োগের সিদ্ধান্ত জানায় ।এই বিজ্ঞাপন প্রকাশিত হওয়ার পর থেকে গত ১৭ মেয়ে পর্যন্ত রাজ্যের আঠারো হাজারেরও বেশি শিক্ষিত এবং দক্ষতা সম্পন্ন বেকার যুবক যুবতীরা পরীক্ষার জন্য আবেদন করেছেন ।স্বাস্থ্য দপ্তর আগামী ২৫ এবং ২৬ অক্টোবর এর জন্য লিখিত পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছে ।যুব কংগ্রেস রাজ্য সভাপতি জানান ,তারা উদ্বেগের সাথে লক্ষ্য করছেন যে , সরকারের ২০১৮ সালে ঘোষিত নিয়োগ নীতির প্রক্রিয়া স্বাস্থ্য দপ্তর এই ক্ষেত্রে মানছে না ।রাজ্য সরকারের ঘোষিত নিয়োগ নীতির প্রক্রিয়া অনুসারে বিজ্ঞাপন প্রচারের সাথে সাথে সিলেবাস প্রকাশ করতে হয় এবং ও এম আর সিটে পরীক্ষা নেওয়ার নীতি ঘোষণা করতে হয় ।কিন্তু স্বাস্থ্য  দপ্তর ২০২৪ সালে পরীক্ষার মাধ্যমে যে নিয়োগ করেছিল তাতে সরকারের নীতি লংঘন করে সিলেবাস প্রকাশ না করে ওএমআর সিটের পরিবর্তে সাদা কাগজে পরীক্ষা গ্রহণ করে। এর মাধ্যমে স্বাস্থ্য দপ্তর গোটা নিয়োগ প্রক্রিয়াটি একটা দুর্নীতির দিকে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেন রাজ্য যুব কংগ্রেস সভাপতি ।তিনি আরো জানান ,বর্তমান সময়েও লক্ষ্য করা যাচ্ছে স্বাস্থ্য দপ্তরের ৮৫ জন নিয়োগের ক্ষেত্রে আগামী ২৫ এবং ২৬ অক্টোবর যে পরীক্ষা নেওয়া হবে তার জন্য এখন পর্যন্ত সিলেবাস প্রকাশ করা হয়নি ।এতে করে ২০২৪ সালের নিয়োগ প্রক্রিয়ার ঘটনার পুনরাবৃত্তির সম্ভাবনা দেখা যাচ্ছে বলে জানান তিনি ।তিনি আরো জানান, আজ যুব কংগ্রেসের এক প্রতিনিধি দল স্বাস্থ্য অধিককর্তার সাথে দেখা করে আগামী ২৫ এবং ২৬ অক্টোবরের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি জানায়। পাশাপাশি পরীক্ষার সিলেবাস প্রকাশ করে ও এম আর শিটে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তের কথা জানিয়ে পরীক্ষার নতুন নির্ঘণ্ট  প্রকাশের দাবি জানানো হয়। তিনি জানান ডেপুটেশন প্রদানকালে স্বাস্থ্য অধিকর্তা আজকের মধ্যেই সংশ্লিষ্ট পরীক্ষার সিলেবাস প্রকাশ করা হবে বলে তাদের আশ্বস্ত করেন।

এদিন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা আরো জানান ,সঠিকভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা না হলে যুব কংগ্রেস রাজ্যের শিক্ষিত বেকারদের সঠিক পদ্ধতিতে দুর্নীতিমুক্তভাবে নিয়োগের দাবিতে স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four + 19 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য