Sunday, October 19, 2025
বাড়িখবররাজ্যরাজ্যে পুনরায় ঘর গুছাতে শুরু করল তৃণমূল ,যোগদান করলেন ৩৫ জন ভোটার

রাজ্যে পুনরায় ঘর গুছাতে শুরু করল তৃণমূল ,যোগদান করলেন ৩৫ জন ভোটার

রাজ্যে পুনরায় জেগে উঠতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার কুর্তি কদমতলা এবং সোনাছড়ি থেকে ৩৫ জন সদস্য সিপিআইএম দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ।প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্য দপ্তরে এই যোগদান সভা অনুষ্ঠিত হয়।

আবার নতুন করে সংঘটিত হতে শুরু করেছে রাজ্যে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের রাজ্য দপ্তরে আক্রমণের ঘটনায় রাজ্য সফরে এসে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ জানিয়েছিলেন, ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে ।পুনরায় নতুন করে ঘর গোছানো শুরু হবে। আর এই ঘটনার এক পক্ষ কালের মধ্যেই শুক্রবার তৃণমূল কংগ্রেসের রাজ্য দপ্তরে যোগদান সভা অনুষ্ঠিত হয় ।যোগদান সভায় কুর্তি কদমতলা এবং সোনাছড়ি এলাকার ৩৫ জন সক্রিয় সিপিআইএম সদস্য সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। নবাগতদের হাতের দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান রাজ্য তৃণমূল নেতৃত্ব শান্তনু সাহা সহ অন্যান্যরা। এদিন রাজ্য তৃণমূল নেতৃত্ব শান্তনু সাহা এই সংবাদ জানান। এদিন তৃণমূল কংগ্রেসের পতাকা তলে শামিল হওয়া নবাগতরা জানান ,তারা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বের নির্দেশ অনুসারে রাজ্যে দলকে সংগঠিত করার কাজে নিয়োজিত হবেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ten + 14 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য