Thursday, October 16, 2025
বাড়িখবররাজ্যজনগণের মধ্যে আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেবির দুই দিনের কর্মশালা শুরু

জনগণের মধ্যে আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেবির দুই দিনের কর্মশালা শুরু

বিভিন্ন আর্থিক প্রতারণার হাত থেকে গ্রামীণ জনগণকে বাঁচিয়ে তাদের অর্থনৈতিক ভাবে সুরক্ষিত করার লক্ষ্যে বৃহস্পতিবার জেলা এবং ব্লক ভিত্তিক জনপ্রতিনিধিদের নিয়ে দুদিনের বিশেষ শিবির শুরু হয়েছে ।রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই শিবিরের উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। পঞ্চায়েত রাজ দপ্তর এবং সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া তথা সেবির উদ্যোগে এই কর্মশালা শুরু হয়েছে।

বৃহস্পতিবার থেকে রাজধানী আগরতলার একটি বেসরকারি হোটেলে একটি বিশেষ শিবির শুরু করেছে সেবি তথা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া ।পঞ্চায়েত রাজ দপ্তর এবং সেবির যৌথ উদ্যোগে বৃহস্পতিবার এবং শুক্রবার এই প্রশিক্ষণ শিবির চলবে। বৃহস্পতিবার রাজধানীর একটি বেসরকারি হোটেলে এই কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেবির কর্মকর্তাগণ ।রাজ্যের জেলা এবং ব্লক ভিত্তিক জনপ্রতিনিধিদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয় ।এই কর্মশালা প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন জানান ,সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া তথা সেবি জনগণকে আর্থিকভাবে সুরক্ষিত রাখে এবং সুরক্ষা প্রদান করে ।এই সংস্থাটি আর্থিক অব্যবস্থা কিভাবে সুব্যবস্থায় পরিণত করা যায় সেই কাজও করে। রাজ্যের গ্রামীণ অংশের জনগণকে আর্থিক প্রতারণার হাত থেকে বাঁচাতে পঞ্চায়েতের জনপ্রতিনিধি এবং আধিকারিকদের নিয়ে দুদিনের এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানান মন্ত্রী কিশোর বর্মন।

এই কর্মশালার পর রাজ্যের প্রতিটি পঞ্চায়েত স্তরে আর্থিক সচেতনতা শিবির করা হবে ।এদিন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন আরো জানান ,উত্তর পূর্বাঞ্চল এবং রাজ্যের মধ্যে প্রথম এই ধরনের কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য