কালীপূজা উপলক্ষে ত্রিপুরা সুন্দরী মন্দিরের মেলা কে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দশ দিন ধরে চলছে উদয়পুর শহরে পুলিশের তল্লাশি অভিযান ।বৃহস্পতিবার মেলা প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা জানান গোমতী জেলার জেলা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে।
প্রতি বছরের মত এবারো দীপাবলি তথা কালীপুজোকে কেন্দ্র করে উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দির প্রাঙ্গণে মেলা অনুষ্ঠিত হবে ।এ বছর 20, 21 এবং 22 অক্টোবর এই তিনদিন ধরে চলবে মেলা। এই ঐতিহ্যবাহী মেলা কে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রশাসনিক প্রস্তুতি চূড়ান্ত। এরই মধ্যে শুরু হয়ে গেছে মেলাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও ।এদিন ত্রিপুরাসুন্দরী মন্দিরের মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন গোমতী জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে। এসপির সাথে ছিলেন জেলা এবং মহকুমা পুলিশের আধিকারিকরা ।গোটা মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন গোমতী জেলা পুলিশ সুপার ।পরিদর্শন কালে মেলা প্রাঙ্গণের বিভিন্ন স্থানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি ।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোমতী জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে জানান ,মেলা উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই মেলা কে কেন্দ্র করে পুলিশ পেট্রোলিং চলছে চলছে ।বিভিন্ন যানবাহনে তল্লাশি অভিযানও চলছে। তিনি জানান, মেলা কে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রায় আড়াই হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হবে। এদের মধ্যে থাকবে ত্রিপুরা পুলিশ ,টিএসআর এবং সিআরপিএফ ।মেলা প্রাঙ্গণের বিভিন্ন স্থানে সিসিটিভির ক্যামেরা লাগানো হচ্ছে ।এছাড়া ২৮ টি ড্রপডেট এবং ১০টি ওয়াচ টাওয়ার থাকবে .মেলার জন্য ১০টি বিশেষ কন্ট্রোলরুম খোলা হবে বলে জানান তিনি।
গোমতী জেলার পুলিশ সুপার আরো জানান ,মেলা উপলক্ষে শহরের কোথায় কোথায় পার্কিং প্লেস হবে এবং কতগুলি নো এন্ট্রি জোন হবে তা নির্ধারণ করা হয়ে গেছে ।প্রসঙ্গত উল্লেখ্য যে দীপাবলীর মেলা কে কেন্দ্র করে প্রতিবছর কয়েক লক্ষ পুণ্যার্থীর সমাগম ঘটে ।এবছর প্রসাদ প্রকল্পে নব আঙ্গিকে সাজিয়ে তোলা হয়েছে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির ।সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর উদ্বোধন করেছেন ।এর ফলে নব আঙ্গিকে সেজে ওঠা মায়ের মন্দির দেখতে এ বছর মেলায় রেকর্ড সংখ্যক পুণ্যার্থীর সমাগম হবে বলে প্রশাসনিক মহলের অভিমত।