মুখ্যমন্ত্রীকে বাংলাদেশি মুখ্যমন্ত্রী হিসেবে আখ্যায়িত করা এবং রিয়াংদের নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের অপব্যাখ্যার ঘটনার নিন্দা জানালো প্রদেশ বিজেপি। প্রদেশ বিজেপি মনে করে ,এই ধরনের অপব্যাখ্যা মুখ্যমন্ত্রীকে কালিমা লিপ্ত করার সুখভীর চক্রান্ত ।এদিন বিজেপি রাজ্য দপ্তরের সাংবাদিক সম্মেলন করে এই ঘটনার নিন্দা জানান প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা।
হজাগিরি মেলায় রিয়াং জনজাতিদের ইতিহাস নিয়ে মুখ্যমন্ত্রীর ব্যাখ্যার অপব্যাখ্যা করে মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে ।এই সমস্ত ঘটনার তীব্র প্রতিবাদ জানালো প্রদেশ বিজেপি ।বৃহস্পতিবার বিজেপির রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলন করে এর প্রতিবাদ জানান প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা ।সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বর্তমান বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া প্রভৃত্তি জেলাগুলি রাজন্য আমলে ত্রিপুরার ম্যাপের আওতায় ছিল ।মুখ্যমন্ত্রী এই ইতিহাস বিস্তারিতভাবে তুলে ধরেছিলেন ।কিন্তু মুষ্টিমেয় কিছু ব্যক্তিত্ব মুখ্যমন্ত্রীর এই ব্যাখ্যার অপব্যাখ্যা করে চলছে ।তারা গোটা বিষয়টিকে রাজনৈতিক ইস্যু করে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহাকে বাংলাদেশি মুখ্যমন্ত্রী বলে আখ্যায়িত করে চলছেন। কখনো কখনো বাঙালি মুখ্যমন্ত্রী হিসেবেও কটাক্ষ করছেন তারা ।প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদকের মতে ,এই ধরনের অসাংবিধানিক শব্দ ব্যবহার করে রাজ্যকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে ।রাজ্যের শান্তি-শৃঙ্খলা বিনস্টের এই ধরনের কাজে যারা জড়িত তাদের নিন্দা এবং প্রতিবাদ জানান তিনি ।এই সমস্ত চক্রান্ত মুলক কাজের সাথে যুক্ত না হয়ে জাতি উপজাতি সকলে মিলে ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর কাজে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা।
সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন প্রদেশ বিজেপির অন্যতম সহ-সভাপতি বিমল চাকমা ও বিজেপির যুব মোর্চার সহ-সভাপতি তথা এমডিসি সনজিৎ রিয়াং। সাংবাদিক সম্মেলনের প্রদেশ বিজেপির সহ-সভাপতি বিমল চাকমা প্রত্যুৎ কিশোর দেব বর্মনের বিভিন্ন উক্তির তীব্র প্রতিবাদ জানান ।তিনি বলেন ,জাতীয় দলে জনজাতিদের মূল্যায়ন করা হয় না প্রদ্যোৎ কিশোর দেব বর্মনের এই বক্তব্য সম্পূর্ণ ভুল ।বিজেপি জনজাতিদের সঠিক মূল্যায়ন করে ।রাজ্যের রাজ পরিবারকেও সম্মান করে বিজেপি দল। আগরতলা বিমানবন্দর মহারাজার নামে নামকরণ করা ,মহারাজার জন্মদিনে সরকারি ছুটি ঘোষণা করা এর প্রকৃত উদাহরণ বলে জানান তিনি।