Wednesday, October 15, 2025
বাড়িখবররাজ্যহিন্দু সেজে তৃতীয় লিঙ্গের মহিলার সাথে প্রতারণার অভিযোগে  গ্রেপ্তার  মুসলিম যুবক ও...

হিন্দু সেজে তৃতীয় লিঙ্গের মহিলার সাথে প্রতারণার অভিযোগে  গ্রেপ্তার  মুসলিম যুবক ও তার পিতা

হিন্দু সেজে তৃতীয় লিঙ্গের  মহিলার সাথে পরিচয় ঘটিয়ে ফস্টিনস্টি এক মুসলিম যুবকের ।অভিযুক্তের নাম জলিল মিয়া ।রাজধানীর রাজনগরের এই ঘটনায় গ্রেপ্তার জলিল মিয়া ও তার পিতা। ঘটনার তীব্র প্রতিবাদ জানান রাজ্য ট্রান্স জেন্ডার ওয়েলফেয়ার বোর্ডের সদস্যা।

নিজেকে হিন্দু বলে পরিচয় দিয়ে তৃতীয় লিঙ্গের এক মহিলার সাথে সম্পর্ক স্থাপন করে এক মুসলিম যুবক ।তার বাড়ি রাজধানীর পশ্চিম থানাধীন রাজনগর এলাকায়।নিজেকে সুজিত দাস হিসেবে পরিচয় দেয় এই যুবক।  তৃতীয় লিঙ্গের মহিলাটিকে বিয়ের কথোপকথনের জন্য তার রাজনগর বাড়িতে নিয়ে যায় সে। সেখানে গিয়ে মহিলাটি জানতে পারেন সুজিত দাস নামে যুবকটি আসলে মুসলিম এবং তার নাম জলিল মিয়া ।মহিলাটি বুঝতে পারেন জলিল মিয়া তার সাথে পরিচয় গোপন রেখে তাকে প্রতারণা করছে। তিনি সেখান থেকে চলে আসতে চান ।অভিযোগ ,সেই সময় মহিলার পথ আগলে দাঁড়ান জলিল মিয়া ও তার পিতা।তাকে তিন দিন বাড়িতে বেঁধে রাখা হয়। চালানো হয় তার উপর অকথ্য অত্যাচার ।আরো অভিযোগ ধারালো অস্ত্র দিয়ে এই মহিলার গা চিরে শরীরে লবণ জল ঢেলে দেন পাষান্ড জলিল মিয়া ও তার বাবা। কোনক্রমে মহিলাটি সেখান থেকে নিজেকে মুক্ত করে পশ্চিম থানায় এসে জলিল মিয়ার বিরুদ্ধে মামলা করেন। মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করে পশ্চিম থানার পুলিশ ।পুলিশ প্রথমে জলিল মিয়ার পিতাকে গ্রেফতার করে ।পরে জলিল মিয়াকেও গ্রেপ্তার করে পুলিশ ।বুধবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিম থানায় ছুটে যান রাজ্য ট্র্যান্স জেন্ডার ওয়েলফেয়ার বোর্ডের সদস্যা। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃতীয় লিঙ্গের মহিলার উপর নারকীয় অত্যাচারের বর্ণনা তুলে ধরেন। তিনি জানান ,রাজ্যে এই ধরনের ঘটনা বরদাস্ত করা হয়বে না ।কারণ রাজ্যে আইন রয়েছে ,রাজ্যের ট্রান্স অ্যাক্ট প্রযোজ্য রয়েছে। তৃতীয় লিঙ্গের মহিলাদের বিষয় নিয়ে স্বাভিমান নামে একটি সংস্থাও রয়েছে। রয়েছে রাজ্য ট্রান্স জেন্ডার ওয়েলফেয়ার বোর্ড ।ধৃত অভিযুক্তদের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি ।রাজ্য ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ডের এই সদস্যা আরো জানান ,এই ঘটনায় শুরু থেকেই রাজ্য পুলিশ প্রশাসন দারুন সহযোগিতা করেছে। এর জন্য পুলিশ আধিকারিকদের অভিনন্দন জানান তিনি।

এদিন রাজ্য ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ডের এই সদস্য আরো জানান, বর্তমানে আক্রান্ত তৃতীয় লিঙ্গের মহিলার শারীরিক চিকিৎসা চলছে ।রাজ্য ট্রান্স জেন্ডার ওয়েলফেয়ার বোর্ড মহিলার চিকিৎসা পরিষেবার তদারকি করছে।এদিন পশ্চিম থানায় সদর মহকুমা পুলিশ আধিকারিক ডি পি রায় জানান, বুধবার ধৃত অভিযুক্ত দলিল মিয়াকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

16 + twenty =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য