Wednesday, October 15, 2025
বাড়িখবররাজ্য২৯-৩১ অক্টোবর আগরতলার নজরুল কলাক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চল সার্কেল স্তরের ডাক টিকিট প্রদর্শনী

২৯-৩১ অক্টোবর আগরতলার নজরুল কলাক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চল সার্কেল স্তরের ডাক টিকিট প্রদর্শনী

রাজধানী আগরতলায় উত্তর পূর্বাঞ্চল ভিত্তিক ডাক টিকিট প্রদর্শনী হবে ।প্রথমবারের মতো এই প্রদর্শনী হচ্ছে রাজ্যে ।আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত রাজধানীর নজরুল কলাক্ষেত্রে এই ডাক টিকিটের উপর প্রদর্শনীর আয়োজন করতে চলেছে ডাক বিভাগের উত্তর পূর্বাঞ্চলীয় সার্কেল ।মঙ্গলবার রাজ্য অতিথিশালায় সংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রস্তুতি বৈঠক শেষে এই কথা জানান ডাক বিভাগের উত্তর পূর্বাঞ্চল সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল সঞ্জীব রঞ্জন।

ডট কম এর এই যুগে ক্রমেই মানুষের কাছে গুরুত্ব হারিয়ে ফেলছে ডাকটিকি ।এ যেন অনেকটাই আলোর উৎসব দীপাবলিতে মাটির প্রদীপের মতোই ।উৎসবে মাটির প্রদীপ যেন নিভে না যায় তার যেমন লড়াই জারি রেখেছেন মৃৎশিল্পীরা ,তেমনি যুব মানষে ডাক টিকিটের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব তুলে ধরার উদ্যোগ গ্রহণ করেছে ডাক বিভাগ ।এরই অঙ্গ হিসেবে আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর তিন দিনের জন্য রাজধানী আগরতলায় উত্তর পূর্বাঞ্চল সার্কেল স্তরের ডাক টিকিটের প্রদর্শনীর আয়োজন করছে ডাক বিভাগের উত্তর পূর্বাঞ্চল সার্কেল ।রাজধানীর নজরুল কলা ক্ষেত্রে তিন দিন ধরে চলবে ডাক টিকিটের উপর এই আঞ্চলিক স্তরের প্রদর্শনী। দুটি ক্যাটাগরিতে চলবে এই প্রদর্শনী। এই প্রদর্শনী ঘিরে প্রতিযোগিতা এবং সেমিনার ও কর্মশালার আয়োজন থাকছে ।মোট ১৩০ টি ফ্রেমে এই প্রদর্শনী হবে ।এই প্রদর্শনীতে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১৮০০ ডাক টিকিট সংগ্রহকারীর সংগ্রহ প্রদর্শিত হবে ।থাকবে ডাক টিকিটের উপর ক্যুইজ প্রতিযোগিতাও। সেমিনার এবং কর্মশালায় ছাত্র-ছাত্রীদের টিকিট সংগ্রহ কে হবি করে তোলার জন্য উৎসাহিত করা হবে ।এই প্রদর্শনী নিয়ে মঙ্গলবার রাজধানীর রাজ্য অতিথিশালায় এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয় ।এই প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন ডাক বিভাগের উত্তর পূর্বাঞ্চলীয় চিফ পোস্টমাস্টার জেনারেল সঞ্জীব রঞ্জন ।এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা এবং ধর্মনগর ডিভিশনের আধিকারিকগণ ।এদিন প্রস্তুতি বৈঠক শেষে ডাক বিভাগের উত্তর পূর্বাঞ্চলীয় চিফ পোস্টমাস্টার জেনারেল সঞ্জীব রঞ্জন এই সংবাদ জানান।

উত্তর পূর্বাঞ্চলীয় চিফ পোস্টমাস্টার জেনারেল সঞ্জীব রঞ্জন আরো জানান, এই প্রদর্শনীতে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানের প্রাকৃতিক পরিবেশ ও জীব জন্তু নিয়ে পিকচার পোস্টকার্ড রিলিজ করা হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের রাজ্যস্তরে পুরস্কৃত করা হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seventeen + 7 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য