Wednesday, October 15, 2025
বাড়িখবররাজ্যচুরির ঘটনার ২৪ ঘন্টার মধ্যে টাকাসহ চোর ধরতে সক্ষম হলো পূর্ব আগরতলা...

চুরির ঘটনার ২৪ ঘন্টার মধ্যে টাকাসহ চোর ধরতে সক্ষম হলো পূর্ব আগরতলা থানা

চুরির ঘটনার অভিযোগের ২৪ ঘন্টার মধ্যে চুরি যাওয়া সামগ্রী সহ চোরেদের আটক করতে সক্ষম হল রাজধানীর পূর্ব আগরতলা থানার পুলিশ। মঙ্গলবার পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত দেবনাথ  সংবাদ মাধ্যমকে বলেন, সোমবার তাদের কাছে অভিযোগ আসে রাজধানীর বনমালীপুর এলাকার রাম ঠাকুর গার্লস স্কুলের গ্রিল ও আলমারি ভেঙ্গে চোরের দল মূল্যবান সামগ্রির পাশাপাশি ২৫ হাজার নগদ টাকা চুরি করে নিয়ে যায় চোরের দল। এর আগের দিন বনমালী পুর বিজয় সংঘ এলাকার পার্থ  লস্কর নামে এক ব্যক্তির বাড়িতেও চোরের দল হানা দিয়েছিল। সিসিটিভি ফুটেজ দেখে চেহারা শনাক্ত করা হয় এবং সোমবার রাতভর তাদেরকে ধরার জন্য অভিযান চালানো হয় এবং ভোর রাত সাড়ে তিনটা নাগাদ কামান চৌমুনী সংলগ্ন এলাকা থেকে রাজীব কর্মকার নামে এক চোরকে আটক করা হয়। আটক চোর কে জিজ্ঞাসাবাদ চালিয়ে দীপঙ্কর বসাক নামে আরো এক চোরকেও জালে তোলা হয়। তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যে ব্যক্তি কাছে তারা এই সামগ্রীগুলি বিক্রি করেছিল ওই ব্যক্তিকেও আটক করা হয়। সেই সঙ্গে চুর দীপক কর্মকারের কাছ থেকে পাঁচ হাজার টাকা পাওয়া যায়। তদন্তের স্বার্থে তাদেরকে আদালতে পাঠিয়ে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে বলেও জানিয়েছেন ওসি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eleven − three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য