নাবালিকার শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে পূর্ব মহিলা থানার সামনে ধরনা দিল মহিলা কংগ্রেস নেত্রীবৃন্দ। মহিলা কংগ্রেস নেতৃবৃন্দের দাবি ,ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের অধীন এক নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি অভিযুক্ত শিবু সাহা কে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।
এক নাবালিকার শ্লীলতা হানির ঘটনায় জড়িত অভিযুক্তকে গ্রেপ্তার করছেনা পূর্ব মহিলা থানার পুলিশ ।এই অভিযোগ ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস নেত্রীবৃন্দের। সম্প্রতি দুর্গাপুজোর চাঁদা আদায়ের ঘটনাকে কেন্দ্র করে ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের অধীন বিবেকানন্দ আবাসনের এক অসহায় পরিবারের উপর চড়াও হন আবাসনেরই জনৈক শিবু সাহা নামে এক ব্যক্তি ।তিনি আবার সংশ্লিষ্ট বুথের বিজেপির বুথ সভাপতি ।চাহিদা মত চাঁদা দিতে না পাড়ায় অভিযুক্ত শিবু সাহা আবাসনের এক পরিবারের এক নাবালিকা কন্যার শ্লীলতাহানি করে বলে অভিযোগ।এই ঘটনায় নাবালিকার মা পূর্ব মহিলা থানায় অভিযুক্তের নাম ধাম জানিয়ে এফ আই আর করেন ।অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে সম্প্রতি প্রদেশ মহিলা কংগ্রেসের নেত্রীবৃন্দ পূর্ব মহিলা থানার ওসির নিকট ডেপুটেশন প্রদান করে ।অভিযোগ ,এর পরেও কোন এক রহস্যজনক কারণে পূর্ব মহিলা থানার পুলিশ শ্লীলতাহানির ঘটনায় জড়িত অভিযুক্ত শিবু সাহা কে গ্রেফতার করছে না। অবিলম্বে অভিযুক্ত শিবু সাহা কে গ্রেফতারের দাবিতে মঙ্গলবার মহিলা কংগ্রেসের নেত্রীবৃন্দ পূর্ব মহিলা থানার সামনে ধর্নায় বসেন ।তাদের দাবি ,অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করতে হবে ।মহিলা কংগ্রেস নেতৃবৃন্দের অভিযোগ ,৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের শাসকদলের এক নেত্রী দলবল নিয়ে নির্যাতিতার মাকে ঘটনাটি মীমাংসা করিয়ে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন ।শাসক দলের সংশ্লিষ্ট মহিলা নেত্রীর এই ধরনের কার্যকলাপকে ধিক্কার জানান মহিলা কংগ্রেসের নেত্রীরা ।এদিন মহিলা কংগ্রেসের এক নেত্রী জানান, যতক্ষণ পর্যন্ত না পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করবে ততক্ষণ পর্যন্ত তারা ধর্না প্রত্যাহার করে নেবেন না।
এদিকে নাবালিকার শ্রীলতা হানির ঘটনায় পূর্ব মহিলা থানার পুলিশের নীরব ভূমিকায় বিবেকানন্দ আবাসন ও সংলগ্ন এলাকার জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অভিযুক্ত শিবু সাহা কে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন এলাকাবাসী।