গোপন সংবাদে খবর পেয়ে এক বাড়ি থেকে প্রচুর পরিমাণ ব্রাউন সুগার ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বোধজংনগর থানার পুলিশ ।এই ঘটনায় রাজু মিয়া নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। উদ্ধারকৃত নেশা সামগ্রীর বাজার মূল্য আনুমানিক আড়াই লক্ষ টাকা হবে বলে জানান বোধজং নগর থানার ওসি প্রশান্ত কুমার দে।
রাজ্যে নেশার বাজার রম রমিয়ে চলছে ।নেশার বিরুদ্ধে কার্যত পুলিশ অসহায়। গোপন সংবাদের ভিত্তিতে কিছু অভিযান চালাচ্ছে পুলিশ ।কোন কোন ক্ষেত্রে পুলিশ সাফল্য পাচ্ছে। মঙ্গলবার কাক ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বোধজংনগর থানার পুলিশ আর কে নগরের পঞ্চায়েত টিলা এলাকার বাহার মিয়ার বাড়িতে অভিযান চালায়। অভিযান কালে পুলিশ বাহার মিয়ার বাড়ি থেকে প্রচুর পরিমাণ ব্রাউন সুগার এবং ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় ।এই ক্ষেত্রে পুলিশ বাহার মিয়াকে না পেয়ে তার পুত্র রাজু মিয়াকে গ্রেফতার করে বধজং নগর থানায় নিয়ে যায় ।এই ঘটনা প্রসঙ্গে এদিন বোধজং নগর থানার ওসি প্রশান্ত কুমার দে জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট এবং ব্রাউন সুগারের বাজার মূল্য আনুমানিক আড়াই লক্ষ টাকা হবে ।এই ক্ষেত্রে পুলিশ এনডিপিএস ধারায় একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ।ধৃত অভিযুক্ত কে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হবে। এদিন পুলিশ আধিকারিক প্রশান্ত কুমার দে আরো জানান ,এই ধরনের নেশা বিরোধী অভিযান আগামী দিনেও তারা চালিয়ে যাবেন।