Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্য১৭ থেকে ১৯ এপ্রিল দ্বিতীয় ভারত - বাংলাদেশ পর্যটন উৎসব

১৭ থেকে ১৯ এপ্রিল দ্বিতীয় ভারত – বাংলাদেশ পর্যটন উৎসব

আগামী ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যটন দপ্তরের উদ্যোগে উজ্জ্বয়ন্ত রাজপ্রাসাদ প্রাঙ্গণে দ্বিতীয় ‘ ভারত – বাংলাদেশ পর্যটন উৎসব ‘ অনুষ্ঠিত হবে । তিন দিনব্যাপী এই মিলন উৎসবে এপার বাংলা ওপার বাংলার ট্যুর অপারেটর , হোটেল মালিক , পর্যটন আধিকারিক , স্বাধীনতা সংগ্রামী , শিল্পী , সাহিত্যিক , বুদ্ধিজীবীগণ অংশগ্রহণ করবেন । এছাড়াও এই উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে উত্তর – পূর্ব ভারতের ট্যুর অপারেটর , পশ্চিমবঙ্গের ট্যুর অপারেটরসহ বিভিন্ন সাংস্কৃতিক সংস্থাকেও । ১৭ এপ্রিল সন্ধ্যায় উজ্জ্বয়ন্ত প্রাসাদে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান এবং মেগা সাংস্কৃতিক অনুষ্ঠান । এই অনুষ্ঠানে থাকবে দুই দেশের বিশিষ্ট শিল্পীবৃন্দ । এই উৎসবকে সফল করার লক্ষ্যে আগামী ১৭ এপ্রিল সকাল ৭ টায় দুই দেশের প্রতিনিধিদের নিয়ে আগরতলা শহরে অনুষ্ঠিত হবে এক বর্ণাঢ্য র‍্যালী । পাশাপাশি আগামী ১৭-১৯ এপ্রিল উজ্জ্বয়ন্ত রাজপ্রাসাদ প্রাঙ্গণে চলবে রাজ্যের ‘ রকমারী খাদ্য উৎসব ‘ । ১৮ এপ্রিল বাংলাদেশ , উত্তর – পূর্ব ভারত ও পশ্চিমবঙ্গের ট্যুর অপারেটরদের নিয়ে রাজ্যের গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রগুলি বিশেষ করে ভারত – বাংলাদেশ মৈত্রী উদ্যান ( চোত্তাখলা , বিলোনীয়া ) সহ ছবিমুড়া , নীরমহল , সিপাহীজলা ও উদয়পুর ভ্রমণ করানোর পরিকল্পনা রয়েছে । অন্যদিকে ১৯ এপ্রিল দুই দেশের মধ্যে পর্যটন শিল্পের এবং ব্যবসা – বাণিজ্যের প্রসারের লক্ষ্যে ট্যুর অপারেটর , হোটেল মালিক এবং দুই দেশের পর্যটন আধিকারিকগণ মতবিনিময় সভায় মিলিত হবেন গীতাঞ্জলি পর্যটন আবাসের মিলনায়তনে । এই সার্বিক কর্মসূচির মাধ্যমে রাজ্যের পর্যটন সম্ভার ও সম্ভাবনাময় পর্যটন কেন্দ্রগুলিকে তুলে ধরা হবে । ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম লিমিটেডের এমডি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seventeen − 6 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য