আবারো পর পুরুষের হাত ধরে দুই সন্তানকে নিয়ে স্বামীর ঘর ভাঙলো এক গৃহবধূ । ঘটনা রাজধানীর নন্দননগরের পালপাড়া এলাকায় । দুই সন্তান সহ স্ত্রীকে খুঁজে পেতে থানার দ্বারস্থ হলেন অসহায় স্বামী।
রাজ্যে নিজের গড়া সংসার ফেলে পর পুরুষের হাত ধরে পালিয়ে যাওয়ার ঘটনা অব্যাহত ।আবারও পর পুরুষের হাত ধরে এক গৃহবধূ বেপাত্তা। গৃহবধূর নাম পাপিয়া বেগম ,তার স্বামীর নাম মিটন মিয়া । ঘটনা গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর নন্দনগরের পালপাড়া এলাকায় । জানা গেছে পালিয়ে যাওয়া গৃহবধূ পাপিয়া বেগমের স্বামী মিটন মিয়ার সাথে পরিচয় ছিল হৃদয় নামে এক গাড়ি চালকের। এই হৃদয়ের সাথে প্রথমে ফোনে পরিচয় ঘটে মিটন মিয়ার স্ত্রী পাপিয়া বেগমের। এই পরিচয় ক্রমশ গাঢ় হয়। গত ২৮ সেপ্টেম্বর পুজোর সময় সুযোগ বুঝে নিজের দুই সন্তানকে নিয়ে পরপুরুষ হৃদয়ের হাত ধরে পালিয়ে যায় গৃহবধূ পাপিয়া বেগম। ঘটনার পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন পাপিয়ার স্বামী মিটন মিয়া। অবশেষে রবিবার সন্ধ্যারাতে হৃদয়ের স্ত্রীর কাছ থেকে একটি ফোন কল পান তিনি। তখন বিষয়টি পরিষ্কার হয় তার । হৃদয়ের বাড়িতে একটি চার মাসের শিশু সন্তান রয়েছে । বিষয়টি স্পষ্ট হতেই রবিবার সন্ধ্যারাতে জিবি বাজার ফাঁড়ি থানার দ্বারস্থ হন অসহায় স্বামী মিটন মিয়া। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ,তার ২ সন্তানসহ স্ত্রীকে ফিরে পেতে চান তিনি। পালিয়ে যাওয়া স্ত্রীকে নিয়েই ঘর বাঁধতে রাজি তিনি ।তবে এক্ষেত্রে তার কিছু শর্তাবলী রয়েছে বলে জানান মিটন মিয়া ।
এদিন মিটন মিয়া আরো জানান ,তার কাছে খবর রয়েছে ,তার দুই সন্তানকে সেকেরকোর্টস্হিত শ্বশুরবাড়িতে রেখে পালিয়ে গেছে তার স্ত্রী। গোটা ঘটনা তিনি পুলিশকে জানিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে জিবি ফাঁড়ির পুলিশ।