Monday, October 13, 2025
বাড়িখবররাজ্যএস আই আর - এর বিরোধিতা করে রাজ্য বামফ্রন্ট -সাংবাদিক সম্মেলনে জানালেন...

এস আই আর – এর বিরোধিতা করে রাজ্য বামফ্রন্ট -সাংবাদিক সম্মেলনে জানালেন প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া

নির্বাচন কমিশনের ভোটার তালিকার বিশেষ নিবির সংশোধন প্রক্রিয়ার বিরোধিতা করে রাজ্য বামফ্রন্ট ।রবিবার সাংবাদিক সম্মেলন করে রাজ্য বামফ্রন্ট কমিটির পক্ষ থেকে এই কথা জানানো হয় ।সাংবাদিক সম্মেলন থেকে রাজ্যে বিজেপি,তিপ্রা  মথা এবং আমরা বাঙালি দল কর্তৃক সম্প্রীতি বিঘ্নিত করার অপচেষ্টার নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তি জারি করা না হলেও রাজ্যেও নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ সংশোধনী প্রক্রিয়া শুরু করে দিয়েছে বলে রাজনৈতিক তথ্যভিজ্ঞ মহলের অভিমত। একই অভিমত রাজ্য বামফ্রন্টেরও। রাজ্য বামফ্রন্ট নেতৃবৃন্দের অভিমত ,বিহারের কায়দায় জাতীয় নির্বাচন কমিশন রাজ্যেও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া শুরু করে দিয়েছে ।কিন্তু এস আই আর নিয়ে বর্তমানে সুপ্রিম কোর্টে মামলা চলছে ।এর মধ্যেই কমিশন রাজ্যে এই প্রক্রিয়া শুরু করে দিয়েছে বলে অভিযোগ রাজ্য বামফ্রন্ট নেতৃবৃন্দের ।রবিবার এক সাংবাদিক সম্মেলনে মিলিত হয়ে রাজ্য বামফ্রন্টের নেতৃবৃন্দ এই কথা জানান। রাজ্য বামফ্রন্টের পক্ষে এসআইআর নিয়ে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন নরেশ জমাতিয়া ।তিনি বলেন ,এস আই আর এর মূল উদ্দেশ্য নিয়ে দল সন্দেহ প্রকাশ করছে। সত্যিকারের অবৈধ ভোটারদের বাতিলের জন্য এস আই আর হলে তাতে দলের কোন আপত্তি নেই। কিন্তু বিহারে এস আই আর -এর অনুশীলন থেকে লক্ষ্য করা গেছে ,বিরোধী দলের ভোটারদের এই প্রক্রিয়ায় বাদ দেওয়া হচ্ছে ।নরেশ জমাতিয়ার অভিযোগ ,এই ক্ষেত্রে নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় রাখছেনা। কমিশন শাসকদলের পক্ষে সুবিধা করে দিচ্ছে ।তিনি আরো জানান ,অনেকেই মনে করছেন বেআইনি অনুপ্রবেশকারীদের পুশব্যাক করার জন্য এটা করা হচ্ছে।। কিন্তু তা আদৌ নয় ।তিনি বলেন ,সি এ এ’র মাধ্যমে ২০১৪ সালের পরে যারা ভারতে এসেছেন তারা বৈধ নাগরিক হয়ে গেছেন ।এরপর  কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যারা এসেছেন তাদের নাগরিকত্ব প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।এরপরেও এস আই আর প্রক্রিয়া চালু কেন -এই বিষয়ে প্রশ্ন তোলেন বাম নেতৃত্ব নরেশ জমাতিয়া ।তিনি জানান ,এই কারণেই দল এস আই আর -এর বিরোধিতা করে।

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বামফ্রন্টের রাজ্য আহ্বায়ক তথা রাজ্য সিআইটিইউ সভাপতি মানিক দে জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি রাজ্যের ঐতিহ্য ।কিন্তু এই ঐতিহ্যের উপর আঘাত হানা হচ্ছে ।রাজ্য বামফ্রন্টের আহ্বায়কের অভিযোগ, বিজেপি ,তিপ্রা মথা এবং আমরা বাঙালি এই বিষয়ে বিভিন্ন রকম উস্কানি মূলক স্লোগান তুলছে ।তার মতে, বিজেপি, মথা এবং আমারা বাঙালী দলের হেডকোয়ার্টার একই স্থানে ।এক স্থান থেকেই পরিচালনা করা হচ্ছে। এদের লক্ষ্য একটাই, তা হলো মানুষের সম্প্রীতি বিঘ্নিত করে মূল সমস্যা থেকে মানুষের দৃষ্টি সরিয়ে দেওয়া ।

এদিন বামফ্রন্টের সাংবাদিক সম্মেলনে রাজ্য আহ্বায়ক তথা সি আই টিইউ  রাজ্য সভাপতি মানিক দে জানান, জিরানিয়ায় বিয়ের অনুষ্ঠানের যোগদান করতে গিয়ে বাধার সম্মুখে পরেন তিনি ।বিষয়টি তিনি স্হানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরীকে ফোন করে জানান ।পাশাপাশি রাজ্য পুলিশের মহা নির্দেশককেও ঘটনার বিস্তারিত জানান তিনি ।সাংবাদিক সম্মেলনে রাজ্য বামফ্রন্টের পক্ষে আর এসপির সম্পাদক দীপক দেব ,সিপিআই সম্পাদক মিলন বৈদ্য ,ফরওয়ার্ড ব্লক নেতা পরেশ সরকার প্রমুখও বক্তব্য রাখেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য