Monday, October 13, 2025
বাড়িখবররাজ্য৩৭ তম বীরচন্দ্র মনু শহীদান দিবস পালিত

৩৭ তম বীরচন্দ্র মনু শহীদান দিবস পালিত

সারা রাজ্যে সিপিআইএম-এর উদ্যোগে যথাযথ মর্যাদায় রবিবার পালিত হচ্ছে ৩৭ তম বীরচন্দ্র মনু শহীদান দিবস ।১৯৮৮ সালের এই দিনে বীরচন্জ্র মনুতে প্রকাশ্য দিবালোকে বীরচন্দ্রমনু তে সিপিআইএম -এর নেতৃত্বদের উপর হামলা চালিয়ে হত্যা করা হয়। এই ঘটনার পর থেকে প্রতিবছর ১২ অক্টোবর সারা রাজ্যের সিপিআইএম দল বীরচন্দ্র মনু শহীদান দিবস পালন করে থাকে এই উপলক্ষে এদিন সংগঠনের সব কটি আঞ্চলিক কার্যালয়, মহকুমা কার্যালয় এবং জেলা কার্যালয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় ।মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাজধানীতে সিপিআইএমের সদর দপ্তরে। এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সিপিআইএম রাজ্য কমিটির সদস্য সহ কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন ববামফ্রন্টের রাজ্য আহবায়ক নারায়ণ কর সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে সিপিআইএম নেতৃত্ব নারায়ণ কর বলেন, বীরচন্দ্র মনুর শহীদ বেদীর সামনে রবিবার শহীদ দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়েছিল ।কিন্তু এতে প্রশাসনের অনুমতি পাওয়া যায়নি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য