সম্প্রতি বিশ্রামগঞ্জ এলাকায় একটি গাড়ি থামিয়ে মারধরের ঘটনায় আটক এক অভিযুক্ত ।ধৃতের নাম বাপ্পা দেবনাথ ,বাড়ি বিশ্রামগঞ্জ বাজারে ।গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম থানার পুলিশ শুক্রবার রাতে রাজধানীর একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করে ।এই ঘটনায় আরো পাঁচ অভিযুক্ত এখনো পলাতক।
সম্প্রতি বিশালগড় মহকুমার বাইদ্যাদিঘি কসবা বাড়ি এলাকার একটি পরিবার দুই গাড়ি করে উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দিরে যাচ্ছিল ।বিশ্রামগঞ্জ বাজারে সামনে তাদের একটি গাড়ির সাথে বিশ্রামগঞ্জ বাজার এলাকার বাসিন্দা বাপ্পা দেবনাথ এর বাইকের সংঘর্ষ হয়। এতে কেউ আহত না হলেও বাপ্পা দেবনাথের বাইক কিছুটা ক্ষতিগ্রস্ত হয় ।এর জের ধরে বাপ্পা দেবনাথ ও তার পাঁচ বন্ধু মিলে উদয়পুরগামী একটি গাড়ির যাত্রীদের মারধর করে ।শুধু এখানেই থেমে থাকেনি তারা।এর কিছুক্ষণ পর বাপ্পা ও তার সঙ্গপাঙ্গরা সংশ্লিষ্ট গাড়িটিকে ধাওয়া করে দেওয়ানবাজার এলাকায় পথ আটকায় এবং পুনরায় গাড়ি চালক ও যাত্রীদের মারধর করে ।এই ঘটনায় বিশ্রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয় ।এই মামলায় বাপ্পা দেবনাথ সহ ছয় জনকে অভিযুক্ত করা হয় ।মামলা হাতে নিয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে ।কিন্তু অভিযুক্তরা বাড়ি ছাড়া ছিল ।এর মধ্যে শুক্রবার রাতে গোপন সংবাদে খবর পেয়ে পশ্চিম থানার পুলিশ রাজধানীর একটি হোটেল থেকে বাপ্পা দেবনাথকে গ্রেফতার করে ।ঘটনার পর থেকে বাপ্পা দেবনাথ এই হোটেলে লুকিয়ে ছিল ।এদিন পশ্চিম থানার এক পুলিশ আধিকারিক এই সংবাদ জানান।
এই ঘটনায় আরো পাঁচ অভিযুক্ত এখনো পলাতক। তাদের জালে তুলতে বিশ্রামগঞ্জ থানার পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে।