Monday, October 13, 2025
বাড়িখবররাজ্যপ্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হল পি এম ধনধান্য কৃষি যোজনা ও জাতীয়...

প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হল পি এম ধনধান্য কৃষি যোজনা ও জাতীয় ডাল মিশন এবং প্রাকৃতিক কৃষি প্রকল্পের জাতীয় মিশনের

২০৪৭ সালের প্রস্তাবিত বিকশিত ভারত নির্মাণের অন্যতম কারিগর কৃষকরাও তাই প্রধানমন্ত্রী কৃষকদের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন ।এর জন্য রাজ্যবাসী এবং রাজ্য সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।শনিবার সমৃদ্ধশালী দেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী কর্তৃক দেশের অন্নদাতাদের সম্মান প্রদান অনুষ্ঠান উপলক্ষে এডি নগরস্হিত এগ্রিকালচার রিসার্চ সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেন মুখ্যমন্ত্রী।

শনিবার দেশের কৃষকদের জন্য ৪২ হাজার কোটি টাকা মূল্যের পি এম ধনধান্য কৃষি যোজনা এবং ডালে আত্মনির্ভরতা জন্য মিশন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই অনুষ্ঠানে ১১০০ এর অধিক কৃষি পরিকাঠামো ফান্ড ,এনিমেল হাজবেন্ডারি, ফিশারী এবং খাদ্য প্রক্রিয়াকরণ সেক্টর প্রকল্পসমূহের উদ্বোধন এবং ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠান উপলক্ষে শনিবার রাজধানীর এডি নগরস্হিত স্টেট এগ্রিকালচার রিসার্চ সেন্টারের কনফারেন্স হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধনী অনুষ্ঠানের সম্প্রচার করা হয় ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ,কৃষিমন্ত্রী রতন লাল নাথ সহ কৃষি দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা।এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আজকের এই দিনটি একটি ঐতিহাসিক দিন ।পূর্বতন বহু সরকার কৃষকদের জন্য অনেক কিছু চিন্তা ভাবনা করেছে ।কিন্তু এর বাস্তবিক দিকটি লক্ষ্য করা যায়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের কৃষকদের কথা যেমন চিন্তা করেছেন তেমনি বিভিন্ন প্রকল্প রূপায়ণের মধ্য দিয়ে কৃষকদের উন্নয়নের পথ দেখিয়ে দিয়েছেন ।এর জন্য প্রধানমন্ত্রীকে রাজ্যবাসী এবং রাজ্য সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন ,প্রধানমন্ত্রীর স্বপ্ন ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত নির্মাণ ।আর এই কাজে অনবদ্য ভূমিকা রয়েছে কৃষকদেরও ।সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী এই সমস্ত কর্মসূচি হাতে নিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন ,জিএসটির সংস্কারে দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে কৃষকরা বিস্তর উপকৃত হবেন।

এই অনুষ্ঠানে নির্বাচিত কৃষকদের হাতে বিভিন্ন কৃষিজ বীজ এবং সার  তুলে দেন মুখ্যমন্ত্রী ও কৃষিমন্ত্রী সহ অন্যান্যরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য