উন্নয়নমূলক কাজকর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই ।শুক্রবার নতুন আঙ্গিকে সাজিয়ে তোলা এমবিবি কলেজ লেক এর উদ্বোধন করে বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।মুখ্যমন্ত্রী বলেন, আগরতলা স্মার্ট সিটি প্রকল্পে উন্নয়ন তরাম্বিত হচ্ছে।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থানুকুল্যে রাজধানীর mbb college rate কে পুনরুর্জীবন করা হলো ।শুক্রবার ফলক উন্মোচন করে এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ,আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের সিইও ডক্টর সৈলেশ কুমার যাদব সহ অন্যান্য আধিকারিকরা। এদিন ফলক উন্মোচন করে এই প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রীর। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ,রাজধানী আগরতলা কে দূষণ এবং যানজট মুক্ত রাখতে ফ্লাইওভার করার পরিকল্পনা নেওয়া হয়েছে ।এতে শহরের চেহারা আরও সুদৃশ্য হবে। বক্তব্যে চিকিৎসা পরিষেবার উন্নয়নের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী ।তিনি বলেন ,ডোনার মন্ত্রকের কাছ থেকে পাওয়া ২০৫ কোটি টাকায় রাজ্যে ডেন্টাল কলেজ হয়েছে ।ডেন্টাল কলেজের পরিকাঠামো গোটা দেশের মধ্যে অন্যতম ।এখানে আরও একটি ভবন নির্মাণ করা হচ্ছে ।জিবি হাসপাতালে মা এবং শিশুর জন্য আরও একটি হাসপাতাল তৈরি করা হচ্ছে। এর জন্য ১০০ কোটি টাকা খরচ হবে ।আইএলএস হাসপাতালের সামনে চক্ষু হাসপাতাল হচ্ছে।তিনি জানান ,রাজ্যে যদি কিডনি প্রতিস্থাপন হতে পারে, আগামী দিনে যদি লিভার প্রতিস্থাপন হতে পারে ,তবে চোখের জন্য মানুষ বাইরে যাবে তা হতে পারে না। মুখ্যমন্ত্রী বলেন ,সার্বিক উন্নয়নের দিশায় কাজ করে চলছে রাজ্য সরকার। উন্নয়নের সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই।
মুখ্যমন্ত্রী বলেন ,২০১৫ সাল থেকে রাজ্যগুলির সার্বিক উন্নয়নের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্মার্ট সিটি মিশন প্রকল্প শুরু করেন ।এর জন্য ১০০টি প্রকল্প ঘোষণা দিয়েছেন তিনি ।তার মধ্যে আগরতলা কে অন্তর্ভুক্ত করা হয়েছে ।এর ফলে উন্নয়ন তরাম্বিত হচ্ছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী ।তিনি বলেন, প্রাকৃতিক ভারসাম্যের কথা মাথায় রেখে এবিবি কলেজ লেকে সুন্দর্যায়নের কাজ করা হয়েছে।এতে তিনি আনন্দিত ।এর ফলে রাজ্য বাসীর জন্য একটি গর্বের স্থান হয়েছে এই এমবিবি কলেজ লেক।
এদিন উদ্বোধনের পর গোটা এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের সিইও ডক্টর শৈলশ কুমার যাদব সহ অন্যান্যরা।