Monday, October 13, 2025
বাড়িখবররাজ্যফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বাম ছাত্র সংগঠনদ্বয়ের বিক্ষোভ ঘিরে উত্তেজনা

ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বাম ছাত্র সংগঠনদ্বয়ের বিক্ষোভ ঘিরে উত্তেজনা

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষার ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে শুক্রবার শিক্ষা ভবন ঘেরাও করে প্রতিবাদে গর্জে উঠলো বামপন্থী দুই ছাত্র সংগঠন sfi এবং টি এস ইউ ।ছাত্র সংগঠন দ্বয়ের দাবি ,অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে ।নতুবা আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলন সংঘটিত করে তুলবেন।

মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফি বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ ।মাধ্যমিক পরীক্ষার ফি ১৩০ টাকা থেকে বৃদ্ধি করে ৩০০ টাকা করা হয়েছে। এর সাথে যুক্ত হবে প্রাকটিক্যাল পরীক্ষার ফি বাবদ আরো ৭৫ টাকা। মোট ৩৭৫ টাকা ।উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফি ১৬০ টাকা থেকে বৃদ্ধি করে ৪০০ টাকা করা হয়েছে। এর সাথে থাকবে প্রতি বিষয়ের প্রাক্টিক্যাল পরীক্ষার জন্য ৭৫ টাকা করে অতিরিক্ত ফি। মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষার ফি বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে গর্জে উঠেছে বামপন্থী দুই ছাত্র সংগঠন sfi এবং টি এস ইউ ।শুক্রবার sfi এবং টি এস ইউর উদ্যোগে যৌথভাবে একটি ধিক্কার মিছিল সংঘটিত করা হয় ।মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শিক্ষা ভবনের সামনে গিয়ে ধরনায় মিলিত হয়।ধরনা থেকে অবিলম্বে পরীক্ষার ফি বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয় ।এদিন এই কর্মসূচি প্রসঙ্গে এক এসএফআই ছাত্রনেতা জানান ,রাজ্যের শিক্ষা মন্ত্রীই রাজ্যের মুখ্যমন্ত্রী ।কিন্তু শিক্ষা ব্যবস্থার মেরুদন্ড এবং কোমর দুটোই ভেঙে গেছে। ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অর্থ নিয়ে রাজ্য সরকারের কোষাগার বৃদ্ধি করা হচ্ছে। তিনি আরো জানান ,মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফি বৃদ্ধির সিদ্ধান্ত মেনে নেয়া যাবে না। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে ।নতুবা আগামী দিনে ছাত্রদের স্বার্থে এসএফআই আরো বৃহত্তর আন্দোলন সংঘটিত করে তুলবে।

এদিন এস এফ আই এবং টি এস ইউর এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষা ভবন এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী ।পুলিশ পরিস্থিতি আয়ত্তে আনে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য