৭৮তম গোলাঘাটি কৃষক শহীদ দিবস পালন করলো বাম সংগঠনগুলি ।সারা ভারত কৃষক সভা ,উপজাতি গণমুক্তি পরিষদ এবং ক্ষেত মজুর ইউনিয়ন যৌথভাবে এই শহীদ দিবস উদযাপন করে ।মহাজনি শোষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে ১৯৪৮ সালের ২৩ আশ্বিন গোলাঘাটি এলাকায় পুলিশের গুলিতে নিহত ১৩ জন কৃষককে এই অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করা হয়।
১৯৪৮ সাল ।রাজতন্ত্রের শেষ সময়ে রাজ্যের মানুষের মধ্যে অভাব অনটন ছিল নিত্য সঙ্গী। কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছিল না ।বিভিন্ন মহাজনরা পরিস্থিতির সুযোগ নিয়ে কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যের অনেক কম মূল্যে ধান সহ ফসল ক্রয় করছিল ।এর বিরুদ্ধে উপজাতি গণমুক্তি পরিষদের মাধ্যমে রাজ্যের বঞ্চিত কৃষকরা প্রতিবাদ জানাতে শুরু করে। এমনই একটি প্রতিবাদ সংঘটিত হয় ১৯৪৮ সালের ২৩ আশ্বিন গোলাঘাটি এলাকায়। কৃষকদের সেই প্রতিবাদ সভায় পুলিশ গুলি চালালে ১৩ জন কৃষক নিহত হন ।সেই দুর্বিষহ ঘটনাকে স্মরণে রেখে প্রতিবছর ২৩ আশ্বিন তারিখে বাম মনোভাবাপন্ন দলগুলি গোলাঘাটি কৃষক শহীদ দিবস পালন করে। শুক্রবারও উপজাতি গণমুক্তি পরিষদ ,খেতমজুর ইউনিয়ন, সারা ভারত কৃষক সভা যৌথভাবে এই দিনটি পালন করে ।অনুষ্ঠানে সেদিনের শহীদ ১৩ জন কৃষকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এদিন সারা ভারত কৃষক সভার রাজ্য নেতা পবিত্র কর এই সংবাদ জানান।
এদিন বাম নেতৃত্ব পবিত্র কর জানান ,শুক্রবার রাজ্যের বিভিন্ন জেলা এবং মহকুমা তে যথাযথভাবে গোলাঘাটি কৃষক আন্দোলনের শহীদদের স্মরণ করা হয়।