পূজার মরশুমে শব্দ দূষণ নিয়ন্ত্রণে জনগণের মধ্যে সচেতনতা আনতে রাজধানীতে সচেতনতামূলক প্রচার অভিযান সংঘটিত করল মহিলা মহাবিদ্যালয়ের এম এস এস ইউনিট। ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সহযোগিতায় এই প্রচার অভিযান সংঘটিত করা হয়।
যে বিষয়গুলি মানব সমাজ জীবনকে ক্রমশ কুলশিত করে তুলছে তার অন্যতম হলো শব্দ দূষণ ।উৎসবের মরশুমে এই শব্দ দূষণের মাত্রা ভয়ানক ভাবে বৃদ্ধি পায়। এর মূলে রয়েছে শব্দ বহুল বাজি ,পটকা এবং ডিজের দাপাদাপি ।এই শব্দ দূষণ জনজীবনকে বিপর্যস্ত করে তুলছে ।বিদ্যার্থীদের বিদ্যা অভ্যাসের ভিন্ন ঘটাচ্ছে। মস্তিষ্কের ধারণক্ষমতা হ্রাস করে বিভিন্ন রোগের সৃষ্টি করছে। এর বিরুদ্ধে জনগণকে সচেতন করে তুলার লক্ষ্যকে সামনে রেখে শুক্রবার রাজধানীর বিভিন্ন সড়কে প্রচার অভিযান সংঘটিত করল রাজধানীর উইমেন্স কলেজের এনএসএস ইউনিট। এনএসএস ইউনিটের সদস্যারা বিভিন্ন দোকানপাট ,পথ চলতি জনগণের সামনে শব্দ দূষণের কুফল তুলে ধরেন। পাশাপাশি শব্দ দূষণের কুফল গুলি ব্যাখ্যা করে লিফলেটও বিতরণ করেন তারা ।এই প্রসঙ্গে মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের এক সদস্যা জানান, জনসাধারণ সচেতন হলেই শব্দ দূষণের হাত থেকে আমরা নিস্তার পেতে পারি। তাই জনগণকে সচেতন করে তোলার লক্ষ্যেই তাদের এই প্রয়াস বলে জানান তিনি।
উল্লেখ্য ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সহযোগিতায় উইমেন্স কলেজের এনএসএস ইউনিট এই ধরনের প্রচার সংঘটিত করে ।শব্দ দূষণ সম্পর্কে জনগণকে সচেতন করে তোলার লক্ষ্যে ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ প্রচার অভিযান ছাড়াও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।