ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের উত্তর পূর্বাঞ্চলীয় প্রভারী ও ত্রিপুরা প্রদেশের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে মিথ্যা রটনার প্রতিবাদ জানালো সংগঠনের ত্রিপুরা প্রদেশ কমিটি ।বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে জনৈক নীলকান্ত চন্দ্র নামে এক ব্যক্তির বিরুদ্ধে পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
ধর্মনগরের জনৈক নীলকান্ত চন্দ্র সম্প্রতি সামাজিক মাধ্যমে ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের ত্রিপুরা প্রদেশের সাধারণ সম্পাদক অসীম দত্তের বিরুদ্ধে বিভিন্ন কুৎসা রটিয়ে চলছেন বলে অভিযোগ । নীলকান্ত চন্দ্রের এই ধরনের কার্যকলাপ নিয়ে ক্ষুব্ধ ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের ত্রিপুরা প্রদেশের নেতৃবৃন্দ ।নেতৃবৃন্দ বৃহস্পতিবার পশ্চিম থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এই প্রসঙ্গে এদিন ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহা সংঘের এক নেতৃত্ব জানান ,অসীম দত্ত তাদের সংগঠনের ত্রিপুরা প্রদেশের সাধারণ সম্পাদক ।সংগঠনের উত্তর পূর্বাঞ্চলীয় প্রভারীও তিনি । নীলকান্ত চন্দ্রের এই ধরনের আচরণ অসীম দত্তের ব্যক্তিগত ও সামাজিক সম্মান হানি হচ্ছে। পাশাপাশি সংগঠনের ভাবমূর্তিও কলঙ্কিত হচ্ছে। তিনি আরো জানান, অভিযুক্ত ব্যক্তি তাদের সংগঠনের সদস্যদের মধ্যে বিভ্রান্তি এবং বিশৃঙ্খলা সৃষ্টি করছেন যা আইনত দণ্ডনীয় অপরাধ ।তাই তারা নীলকান্ত চন্দ্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সংগঠনের নেতৃবৃন্দ জানান, পশ্চিম থানা কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিষয়ে আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন।