আসন্ন এডিসি নির্বাচন এবং ভিলেজ কমিটির নির্বাচনের আগে ধলাই জেলায় ক্রমশই শক্তি হারাচ্ছে তিপ্রা মথা। এক মাসের মধ্যেই দ্বিতীয় বার বড় ভাঙ্গন ,বুধবার ৩৯ পরিবারে ১৫৬ ভোটার যোগ দিলেন আইপিএফটি দলে। নবাগতদের দলে স্বাগত জানান মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া।
এডিসির সাধারণ নির্বাচন এবং ভিলেজ কমিটির নির্বাচন আসন্ন ।রাজনৈতিক তথ্য ভিজ্ঞ মহলের ধারণা, একই সাথে অনুষ্ঠিত হবে দুই পর্বের ভোট ।অপেক্ষা ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের। এদিকে এডিসি নির্বাচন এবং ভিলেজ কমিটির নির্বাচনের আগে পাহাড়ে ক্রমশই শক্তি হারাচ্ছে উপজাতিভিত্তিক রাজনৈতিক সংগঠন তিপ্রা মথা। বর্তমানে ধলাই জেলায় চলছে দলের ভাঙ্গন ।সম্প্রতি ধলাই জেলার প্রায় ১ হাজার ভোটার বিজেপি দলে যোগদান করেন ।এরপর এক মাসের মধ্যেই বুধবার আমবাসা থেকে ৩৯ পরিবারের ১৫৬ জন ভোটার যোগদান করলেন আইপিএফটি দলে ।বুধবার আগরতলা প্রেস ক্লাবে আইপিএফটি দলের উদ্যোগে এক যোগদান সভার আয়োজন করা হয় ।এই যোগদান সভায় উপস্থিত ছিলেন দলের প্রাক্তন বিধায়ক এস জমাতিয়া, সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা ,আইপিএফটির যুব সংগঠনের রাজ্য সভাপতি বিকাশ দেববর্মা ,মন্ত্রী শুক্লা চরণ জমাতিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ ।এই যোগদান সভায় উপজাতি কর্মচারী নেতা সুখরঞ্জন দেববর্মা আইপিএফটি দলে যোগদান করেন ।পাশাপাশি ধলাই জেলার যুব নেতৃত্ব দীপক দেববর্মার নেতৃত্বে এই যোগদান সভায় ৩৯ পরিবারের ১৫৬ ভোটার আইপিএফটি দলে যোগদান করেন। এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান আইপিএফটি নেতৃবৃন্দ ।দলের সাধারণ সম্পাদক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এই সংবাদ জানান ।তিনি জানান ,এই যোগদানের ফলে আইপিএফটি দলের শক্তি আরো বাড়লো ।আগামী দিন নবাগতদের নেতৃত্বে দল আরও শক্তিশালী হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
এই যোগদান সভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইপিএফটি দলের অন্যতম সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা জানান ,আগামী দিনে আরো বেশ কিছু যোগদান সভা অনুষ্ঠিত হবে। এই সভা গুলিতে প্রচুর সংখ্যক ভোটার আইপিএফটি দলে যোগদান করবেন।