Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যঅবৈধ মদের ঠেকায় পুলিশের হানা, ঘটনা তেলিয়ামুড়া থানাধীন তুইসিন্দ্রাই এলাকায়

অবৈধ মদের ঠেকায় পুলিশের হানা, ঘটনা তেলিয়ামুড়া থানাধীন তুইসিন্দ্রাই এলাকায়

তেলিয়ামুড়া শহরের আনাচে-কানাচে অবৈধ বারের মতো গজিয়ে উঠেছে একাধিক মদের ঠেক। এই অবৈধ মদের ঠেকে পুলিশের হানা। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন তুইসিন্দ্রাই এলাকায় শুক্রবার দুপুর নাগাদ।ঘটনার বিবরণে প্রকাশ, শুক্রবার তেলিয়ামুড়া থানাধীন তুইসিন্দ্রাই এলাকায় অবৈধ বারের মতো গজিয়ে ওঠা এক মদের ঠেকে তেলিয়ামুড়া থানার পুলিশ অভিযান চালায়। আর এই অভিযানে বেরিয়ে আসে সাফল্য। অভিযানের নেতৃত্ব ছিলেন তেলিয়ামুড়া থানার ও.সি সুবিমল বর্মন। বলাই বাহুল্য, তেলিয়ামুড়া থানা এলাকার বেশ কয়েকটি জায়গায় ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠেছে অবৈধ বারের মতো একাধিক মদের ঠেক। এবারে অবৈধ মদের ঠেক বন্ধ করার উদ্দেশ্যে মাঠে নামলেন তেলিয়ামুড়া থানার পুলিশ। আর এরই অঙ্গ হিসাবে শুক্রবার তেলিয়ামুড়া থানার পুলিশ তুইসিন্দ্রাই এলাকায় গজিয়ে ওঠা এক অবৈধ মদের ঠেকে হানা দিয়ে বেশ পরিমাণ অবৈধ দেশী এবং বিলেতি মদ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এবং পুলিশ ঘটনাস্থল থেকে এক ব্যক্তি -কে আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে। তেলিয়ামুড়া থানা এলাকার বিভিন্ন জায়গায় অবৈধ বারের মতো গজিয়ে ওঠা মদের ঠেক গুলি বন্ধ করার জন্য তেলিয়ামুড়া থানা পুলিশ যে উদ্যোগ গ্রহণ করেছে, এতে তেলিয়ামুড়া থানা পুলিশের ভূমিকায় সর্বত্র প্রশংসার রব বইছে।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two + fifteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য