রাজ্যবাসীকে দশেরার শুভেচ্ছা এবং অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। বৃহস্পতিবার দশমীর দিন রাজধানীর কুমারী টিলাস্হিত বর্ণালী সংঘের উদ্যোগে আয়োজিত দশেরা উৎসবে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী আরও জানান ,এই পবিত্র দিনেই এক দিকে মহিষাসুর বধ করেছিলেন দেবী দুর্গা এবং অপরদিকে রাবণ বধ করেছিলেন রাম।
বৃহস্পতিবার সমাপ্ত হলো দশেরা উৎসব ।একই সাথে সম্পন্ন হয়েছে বিজয়া দশমিও। এতদিন রাজধানীতে দশেরা উৎসব পালন করতে দেখা যেত একমাত্র ওএনজিসি কমপ্লেক্স এলাকায় ।বর্তমানে বিভিন্ন ক্লাব ও সামাজিক সংগঠন দশরা উৎসব পালন করছে। বৃহস্পতিবার প্রথমবারের মতো দশেরা উৎসব পালন করল রাজধানীর কুমারী টিলাস্হিত বর্ণালী সংঘ। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিশিষ্ট সমাজসেবী পাপিয়া দত্ত সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দশেরা উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।তিনি বলেন ,দিনটি আমাদের কাছে খুবই পবিত্র এবং খুশির দিন ।একদিকে এই দিনে মহিষাসুর বধ করেছিলেন মা দুর্গা। অপরদিকে রাবণ বধ করেছিলেন রাম ।এই ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য উদ্যোক্তা বর্ণালী সংঘের সদস্যদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী।
এদিন কুমারী টিলাস্হিত বর্ণালী সংঘের উদ্যোগে আয়োজিত দশেরা উৎসবে প্রচুর সংখ্যক স্থানীয় জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়।