Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যসংবাদের জেরে টনক নড়ল দপ্তরের। ঘটনা, তেলিয়ামুড়া আর.ডি ব্লকের অধীনস্থ দক্ষিণ কৃষ্ণপুর...

সংবাদের জেরে টনক নড়ল দপ্তরের। ঘটনা, তেলিয়ামুড়া আর.ডি ব্লকের অধীনস্থ দক্ষিণ কৃষ্ণপুর পঞ্চায়েতের ৭ নং ওয়ার্ডের বাইশ ঘড়িয়া এলাকায়

উল্লেখ্য, গত ৫ ই এপ্রিল তেলিয়ামুড়া আর.ডি ব্লকের অধীনস্থ দক্ষিণ কৃষ্ণপুর পঞ্চায়েতের ৭ নং ওয়ার্ডের বাইশ ঘড়িয়া এলাকায় জলের পাম্প মেশিন দীর্ঘ বছর ধরে বিকল অবস্থায় পড়ে থাকার সংবাদ পরিবেশিত হয়েছিল বিভিন্ন সংবাদমাধ্যম এবং সংবাদপত্রে। আর এই সংবাদের জের ধরে শুক্রবার এম.আই দপ্তরের এস.ডি.ও বিরলাল দেববর্মা ওই বিকল হওয়া পাম্প মেশিন স্টেশানটি পরিদর্শনে আসেন। এই পরিদর্শনকালে দপ্তরের আধিকারিকদের সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোপাল দাস, বিজেপি কৃষ্ণপুর মন্ডলের সভাপতির টুটন দেব সহ অন্যান্য জন প্রতিনিধিরা। এলাকার জন প্রতিনিধি -দের মধ্য থেকেও দপ্তরের আধিকারিকদের কাছে জোড় দাবি করা হয় যাতে, কৃষকদের কৃষিক্ষেতের পানীয় জলের উৎস এই বিকল হওয়া পাম্প মেশিনটি অতিদ্রুত সারাই করে দেওয়া হয়। এবিষয়ে কৃষ্ণপুর মন্ডলের সভাপতির টুটন দেব বলেন,,,, কৃষকদের পানীয় জলের সমস্যা দূরীকরণে দপ্তর সঠিক ভূমিকা গ্রহণ করেনি বলেই কৃষকদের পানীয় জলের এই সমস্যায় ভুগতে হচ্ছে। অবশেষে ওই বিকল পাম্প মেশিনটি পরিদর্শনের পর এম.আই দপ্তরের আধিকারিক পাঁচ দিনের মধ্যে মেশিনটি সারাই করে কৃষকদের কৃষিক্ষেতে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা করে দেবেন বলে আশ্বাস দেয়।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

10 − seven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য