সুশাসনের নামে রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি করছে কতিপয়রা জনসাধারণ নিরাপত্তাহীনতায় ভুগছেন গতকাল রাত্রিতে সিটি সেন্টারের সামনে মারপিটের ঘটনায় তীব্র ধিক্কার জানান রাজ্য মহিলা কংগ্রেস সভানেত্রী।
পূজা দেখতে আসা এক মহিলাকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে লংকা কান্ড। অভিযুক্তদের বেদমপ্রাহ হারে গুরুতর আহত মহিলার স্বামী। ঘটনা দশমীর সন্ধ্যা রাতে রাজধানীর সিটি সেন্টার এলাকায়। শারদ উৎসবের প্রথম তিনদিন রাজধানী আগরতলা স্বাভাবিক ছন্দে থাকলেও ছন্দপতন হলো দশমীর সন্ধারাতে। দশমীর দিন সন্ধ্যায় আমতলী থেকে নারায়ণ ঘোষ তার স্ত্রী এবং ছেলেকে নিয়ে পুজো দেখতে আসে। দুর্গা বাড়ির প্রতিমা বিসর্জন প্রক্রিয়া দেখার জন্য রাজধানী সিটি সেন্টারের সামনে স্ত্রী এবং ছেলেকে নিয়ে দাঁড়ান তিনি। এই সময় কয়েকজন উশৃংখল যুবক তার স্ত্রীকে লক্ষ্য করে টিপপুনি কাটতে শুরু করে। ইফটিজারদের বিরুদ্ধে প্রতিবাদ করায় রক্তাক্ত হন স্বামী। এই ঘটনায় এক অভিযুক্তকে পশ্চিম থানার পুলিশ গ্রেফতার করলেও বাকি অভিযুক্তরা পলাতক। শুক্রবার নারায়ণ ঘোষের স্ত্রী বাকি অভিযুক্তদের ডাক্তারের দাবিতে পশ্চিম থানায় দ্বারস্থ হন সে সময় বাকি অভিযুক্তদের দেখে স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। এই ঘটনার সম্পর্কে মহিলা কংগ্রেস সভানেত্রী জানান রাজ্যে সুশাসন চললেও আইনশৃঙ্খলার চরম অবনতি দেখা দিয়েছে নিরাপত্তাহীনতায় ভুগছে সাধারণ জনগণ আর রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন দুর্গা প্রতিমা প্যান্ডেলে উদ্বোধনে ব্যস্ত এই ধরনের ঘটনায় তীব্র ধিক্কার জানান মহিলা কংগ্রেস সভানেত্রী