গোটা দেশের সাথে রাজ্যেও যথাযথ মর্যাদায় জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন পালন কর হয় । এদিন জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানান মন্ত্রী সান্তনা চাকমা । এদিন তিনি গান্ধী মূতির পাদদেশে ফুল দিয়ে গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং পরে গান্ধিঘাটস্থিত শহিদদের সমাধীতে ফুল দিয়ে শহিদদের শ্রদ্ধা জানান । মন্ত্রী এদিন সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে ভোকাল ফর লোকালের উপর গুরুত্ব দেওয়ার জন্য রাজ্যবাসীর প্রতি আহবান রাখনে । কেননা মহাত্মা গান্ধীর স্বদেশী ভাবনায় প্রভাবিত হয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও স্বদেশী পন্যের উপর গুরুত্ব দিয়েছেন তাই সকল রাজ্যবাসীকে স্বদেশী পন্য ব্যবহার করার গুরুত্ব দেওয়ার আহবান রাখনে মন্ত্রী সান্ত্বনা চাকমা ।