২রা অক্টোবর তিথি অনুযায়ী আজ দশমী। সেজন্য রিতি নীতিকে মান্যতা দিয়ে আজ বহু পুজো প্যান্ডেল এর দেবী প্রতিমা নিরঞ্জন করা হচ্ছে। আগরতলা শহরে বিগত কয়েক বছর ধরে কার্নিভ্যাল এর মাধ্যমে প্রতিমা নিরঞ্জনের আয়োজন করে আসছে রাজ্য সরকার। যাতে অংশ নিচ্ছে রাজধানীর বনেদী ক্লাব গুলো। আগামী ৪ঠা অক্টোবর হতে চলেছে কার্নিভ্যাল। তবে এছাড়া যে সমস্ত ছোট খাটো ক্লাব কিংবা বাড়ি ঘরের পুজো গুলো রয়েছে সেগুলো আজ বটতলা স্থিত দশমী ঘাটে নিরঞ্জন করানো হচ্ছে।
সকালে দশমী পুজো শেষে, মাকে বরণ করতে বিভিন্ন পুজো প্যান্ডেল ও মন্দির প্রাঙ্গনে মহিলা দের ভিড় চোখে পরে। দশমী তিথিতে মহিলারা একে অপর কে সিঁদুর পরিয়ে তাদের সিঁথির সিঁদুর যাতে অক্ষত থাকে সেই প্রার্থনা করেন। অবশেষে মন্দির ও মণ্ডপ থেকে মায়ের প্রতিমা নিয়ে দশমী ঘাটের উদ্দেশ্যে রউনা হন পুজো আয়োজকেরা। সেখানে গিয়ে মাকে শেষ বারের মতো প্রনাম জানিয়ে বিদায় দেন ভক্তেরা।