Wednesday, October 15, 2025
বাড়িখবররাজ্যমহাঅষ্টমীর দুপুরে মদ্যপ ছেলের হাতে রক্তাক্ত এক অসহায় মা

মহাঅষ্টমীর দুপুরে মদ্যপ ছেলের হাতে রক্তাক্ত এক অসহায় মা

মাতাল ছেলের হাতে রক্তাক্ত হলেন এক মাতৃ শক্তি ।ঘটনা মহা অষ্টমীর দিন দুপুরে রাজধানীর মোটরস্ট্যান্ড সংলগ্ন শান্তি হোটেলের সামনে ।এই ঘটনায় স্থানীয়রা উত্তেজিত হয়ে উত্তম মাধ্যম দিল মাতাল ছেলেকে। খবর পেয়ে দমকল কর্মীরা আহত মা এবং ছেলেকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে উভয়ই জিবি হাসপাতালে চিকিৎসাধীন।

নারী শক্তির আধার দেবী দুর্গা ।তারই পূজো হচ্ছে গোটা দেশজুড়ে ।আজ এই পুজোর মহা অষ্টমী ।আর মহা অষ্টমীর এই দিনেই মাতাল ছেলের হাতে রক্তাক্ত হলেন এক মা ।ঘটনা রাজধানীর মোটরস্ট্যান্ড সংলগ্ন শান্তি হোটেলের সামনে। জানা গেছে শান্তি হোটেলের পেছনেই এক ঘরে বসবাস করেন এক বৃদ্ধা ।তার সাথে থাকেন তার ছেলেও। মঙ্গলবার মহা অষ্টমীর দিন দুপুরে আকণ্ঠ মদ গিলে বাড়িতে আসে এই বৃদ্ধার গুণধর পুত্র ।বাড়িতে এসেই মাকে প্রচণ্ড মারধর করে সে। মায়ের মাথা ফাটিয়ে রক্তাক্ত করতেও এতটুকু হাত-পা কাঁপে নি এই কুলাঙ্গারের। ছেলের প্রচন্ড মারে কোনক্রমে ঘর থেকে বেরিয়ে পালাতে গিয়ে বারান্দায় হোঁচট খেয়ে পড়ে জান তিনি। এরই মধ্যে মহিলার আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে আসে। বৃদ্ধার রক্তাক্ত শরীর দেখে সবাই ক্ষেপে উঠেন। তখন তারা গুণধর ছেলেকে উত্তম মাধ্যম দেন ।এদিন স্থানীয় এক ব্যক্তি এই কথা জানান। এরই মধ্যে খবর পেয়ে দমকল কর্মীরা হাজির হন ঘটনাস্থলে ।তারা রক্তাক্তবৃদ্ধা এবং মাতাল ছেলেকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান।

জানা গেছে ,এই কুলাঙ্গার প্রায় সময়ই মদমত্ত অবস্থায় বাড়িতে এসে মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। মাকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্যই এই গালিগালাজ ।মহাঅষ্টমীর দিন এই কুলাঙ্গার তাঁর চূড়ান্ত সীমা অতিক্রম করে ।জানা গেছে বর্তমানে মা এবং ছেলে দুজনেই জিবি হাসপাতালে চিকিৎসাধীন ।এই ঘটনায় মোটরস্ট্যান্ড এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য