গত বছরের মত এবছরও শারদ উৎসব উপলক্ষে ৯ লক্ষ ৯০ হাজার রেশন গ্রাহক কে এক কিলো চিনি ,দুই কিলো ময়দা এবং ৫০০ গ্রাম সুজি বিনামূল্যে শারদ উপহার দেবে খাদ্য দপ্তর ।গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।গোটা অক্টোবর মাস ব্যাপী রেশন গ্রাহকরা এই পুজো উপহার রেশন থেকে সংগ্রহ করতে পারবেন ।এ দিন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী এই সংবাদ জানিয়েছেন।
গত বছর থেকে খাদ্য দপ্তর রাজ্যের রেশন গ্রাহকদের পুজোর সময় ১ কিলো চিনি, ২ কিলো ময়দা এবং ৫০০ গ্রাম সুজি বিনামূল্যে পূজা উপহার হিসেবে প্রদান করা শুরু করেছে ।এ বছরও শারদ উৎসব উপলক্ষে রেশন গ্রাহকদের বিনামূল্যে এক কিলো চিনি, দুই কিলো ময়দা এবং ৫০০ গ্রাম সুজি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে খাদ্য দপ্তর ।গত বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী এই সংবাদ জানিয়েছেন। তিনি জানান, রাজ্যের ৬০০ টি রেশন শপের ৯ লক্ষ ৯০ হাজার গ্রাহক এই পুজো উপহার পাবেন অক্টোবর মাস ব্যাপী গ্রাহকরা রেশন দোকান থেকে এই সুবিধা সংগ্রহ করতে পারবেন। মন্ত্রী আরো জানান, পাহাড়ি ও বাঙালির প্রাণের উৎসব দুর্গোৎসব ।রাজ্য সরকারের লক্ষ্য উৎসবের এই দিনগুলিতে মানুষের পাশে থেকে কিভাবে মানুষকে আরো খুশি করা যায়। খাদ্যমন্ত্রী জানান ,গতবছর এই প্রকল্পের জন্য পাঁচ কোটি ছাপান্ন লক্ষ টাকা ব্যয় করা হয়েছিল ।এবছর এর জন্য ব্যয় হবে সাত কোটি টাকা। খাদ্য দপ্তরের ক্যাশ ক্রেডিট একাউন্ট থেকে এই টাকা ব্যয় করা হবে বলে জানান খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী।
এদিন খাদ্যমন্ত্রী আরো জানান পূর্বতন কোন সরকারই পুজোর সময় এই উদ্যোগ গ্রহণ করেনি বাক সাহস দেখায়নি তিনি আরো জানান পূজোর সময় এই সামগ্রিক গুলি বিনামূল্যে পাওয়া রাজ্যবাসীর প্রত্যাশা হয়ে দাঁড়িয়েছে মানুষ রেশন ডিলারদের কাছে এই দাবির উত্থাপন করেছেন রেশন ডিলাররা খাদ্য দপ্তরের কাছে এই দাবি উত্থাপন করেন পরে বিষয়টি নিয়ে মন্ত্রিসভার বৈঠকের বিস্তারিত আলোচনা হয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা বিষয়টির অনুমোদন দিয়েছেন।