শারদ উৎসবের প্রাগলগ্নে বেকারদের প্রতি কিছুটা হলেও সান্ত্বনার বাণী শোনা গেল মুখ্যমন্ত্রীর কন্ঠে। বললেন ,সরকার যত দ্রুত সম্ভব শূন্য পদগুলি পূরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে ।এদিন প্রজ্ঞা ভবনে জিডিএমও বা জেনারেল ডিউটি মেডিকেল অফিসার পদে অফার বন্টন অনুষ্ঠানে এই কথা জানান মুখ্যমন্ত্রী ।অনুষ্ঠানে মোট ২৪৪ জন জিডিএমও পদে অফার বন্টন করা হয়।
জেনারেল ডিউটি মেডিকেল অফিসার বা জিডিএমও পদে ১৪৪ জনের হাতে অফার তুলে দিল রাজ্য সরকার। শুক্রবার এই উপলক্ষে প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ,স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে ,স্বাস্থ্য দপ্তরের আধিকারিক, শিক্ষা দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে শিক্ষা দপ্তরের কিছু লাইব্রেরিয়ান পদেও নির্বাচিতদের মধ্যে অফার বন্টন করা হয় ।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অফার প্রাপকদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। এদিন মোট ১৪৪ জন পুরুষ এবং ৭২ জন মহিলা চিকিৎসক কে অফার প্রদান করা হয় ।মুখ্যমন্ত্রী বলেন, একটা শিশু ছোট্ট বাচ্চা থেকে শুরু করে আজ ডাক্তার হলেন। যাদের কারণে আজ তারা ডাক্তার হয়েছেন তাদের মনে রাখার জন্য বলেন মুখ্যমন্ত্রী। এদিন অফারপ্রাপ্ত লাইব্রেরিয়ানদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, একজন শিক্ষক থেকে একজন লাইব্রেরিয়ান এর ভূমিকা কোন অংশেই কম নয় ।আপনাদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন ,জাতীয় স্তরে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা অনেকটাই উন্নত হয়েছে ।শিশু মৃত্যুর হার কমেছে ।টিভি মুক্ত ভারত অভিযানে ২০২৫ সালে রাজ্য জাতীয় পুরস্কার পেয়েছে ।তিনি জানান, রাজ্যে ১০০ সজ্জা বিশিষ্ট একটি আই কেয়ার সেন্টার চালু করি হবে ।আইএলএস হাসপাতালের সামনে এর জন্য স্থান নির্বাচন করা হয়েছে। তিনি জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পূর্বতন ভিএম হাসপাতালের মূল ভবনটিকে উপরে তোলা হবে। এটিকে একটি মিউজিয়াম হিসেবে গড়ে তোলা হবে।বিধানসভায় এই বিষয়ে কথাবার্তা হয়েছে।
এই অফার বন্টন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও জানান ,অনেকেই বলছিলেন ডাক্তার দিতে হবে, ডাক্তার দিতে হবে ।কিন্তু ডাক্তার রেডিমেড পাওয়া যায় না ।ডাক্তার হতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন হয়। নতুন অফার প্রাপকদের শারদ শুভেচ্ছা এবং অভিনন্দনও জানান মুখ্যমন্ত্রী ।