পশ্চিম ত্রিপুরা জেলার বাস–জিপ চালক সংঘের পক্ষ থেকে বৃহস্পতিবার রাজ্যের পুলিশ প্রধান কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ ডেপুটেশন দেওয়া হয়। অভিযোগ করা হয়েছে, ভারতীয় মজদুর সংঘের নাম ব্যবহার করে একটি শ্রমিকদল মোটর শ্রমিকদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করছে। শুধু তাই নয়, জেলা সম্পাদকের উপর আক্রমণ চালানো হয়েছে এবং একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে দাবি করেন সংগঠনের নেতৃত্বরা।
বাসজীপ চালক সংঘের পশ্চিম জেলা সভাপতি জানান, “কিছু ব্যক্তি ভারতীয় মজদুর সংঘকে কলঙ্কিত করার উদ্দেশ্যে অর্থের লোভে অবৈধ কমিটি গঠন করেছে। এরা সংগঠনের নাম ভাঙিয়ে শ্রমিকদের শোষণ করছে।” অন্যদিকে, বাস জিপ সংঘের জেলা সভাপতি বাবুল ঘোষ সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আমাদের সভানেত্রী একজন সৎ ও উন্নয়নমুখী মানুষ। তাঁকে বদনাম করার জন্য কিছু সংবাদমাধ্যম পরিকল্পিতভাবে মিথ্যা প্রচার চালাচ্ছে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি—যদি কোনো সংবাদমাধ্যম প্রমাণ দিতে পারে, তবে আমরা প্রকাশ্যে জনগণের সামনে ক্ষমা চাইব। তবে আমাদের দৃঢ় বিশ্বাস, সভানেত্রী কোনও বেআইনি কাজে জড়িত নন।” এই অভিযোগ-প্রতিবাদে শ্রমিক সংগঠনের ভেতর দ্বন্দ্ব আরও প্রকট হয়েছে। তবে পুলিশে ডেপুটেশন দেওয়ার পর এবার প্রশাসন কী পদক্ষেপ নেয়, তার দিকেই তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট মহল।