তিন শতাংশ মহার্ঘ ভাতাই শেষ কথা নয় ,আরো মহার্ঘ ভাতা প্রদানের পরিকল্পনা সরকারে রয়েছে ।বুধবার সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়ে এই কথা বলেন প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য।
গতকাল বিধানসভার অধিবেশনে রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য ৩ শতাংশ মহার্ঘ ভাতা ডি এ এবং ডিয়ারনেস রিলিফ তথা ডিআর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ।৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা প্রদানের ঘোষণায় রাজ্য সরকারের কর্মচারীদের বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই নিয়ে বুধবার মুখ খুলল প্রদেশ বিজেপি। রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলন করে পূজোর আগে ডিএ ঘোষণার জন্য মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার নেতৃত্বাধীন রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়েছেন প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য ।সাংবাদিক সম্মেলনের তিনি বলেন, বামফ্রন্ট আমলে একসময় রাজ্যের কর্মচারীদের ৩৮ শতাংশ ডিএ পাওনা ছিল। কিন্তু আমাদের সরকারের সময়ে এই ডি এ’র ফারাক হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ১৯ শতাংশে ।তিনি জানান, এই ব্যবধান দূরীকরণে সরকারের প্রয়াস জারি রয়েছে। যত দ্রুত সম্ভব এই ব্যবধান গোছানোর চেষ্টা চলছে বলে জানান তিনি ।সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি মুখপাত্র আরো জানান, সরকার শুধু কর্মচারীদের নিয়েই ভাবছে না ।পাশাপাশি সকল অংশের মানুষের আর্থিক উন্নয়নের মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়নের কথা ভাবছে সরকার ।সেই মতো বিভিন্ন পদক্ষেপও গ্রহণ করা হচ্ছে ।এর প্রতিফলন দেখা যাচ্ছে ।তিনি আরো জানান ,বাম আমলে মহার্ঘ ভাতা পাওয়ার জন্য কত দিন মিছিল করতে হতো তা সকলেরই জানা। চার মাস আগে থেকে শুরু হয়ে যেত মিছিল মিটিং ।বর্তমানে এই অবস্থা নেই ।বর্তমানে কর্মচারীদের ডিএ পাওয়ার জন্য আন্দোলন তো দূর কথা দাবিও জানাতে হয় না ।তিনি আরো বলেন ,তিন শতাংশ ডিএ প্রদানই শেষ কথা নয়, আরো ডিএ প্রদানের জন্য সরকারের পরিকল্পনা রয়েছে।
নতুনভাবে জিএসটি সংস্কারের জন্য কেন্দ্রীয় সরকারকে অভিনন্দন জানান তিনি। তিনি বলেন,জি এস টি’র নতুন সংস্করণে বেশ কিছু জিনিস থেকে জিএসটি তুলে দেওয়া হয়েছে ।বর্তমানে দুটি স্ল্যাভ থাকবে। রাজ্যেও জি এস টি সংস্করণের প্রভাব পড়ছে। তিনি আরো জানান ,দুধ থেকে জিএসটি তুলে দেওয়া হয়েছে।