ব্যাংক থেকে আগরতলা পৌরনিগমের ঘোটালা হওয়া ১৬ কোটি ৩৮ লক্ষ ৪৩ হাজার টাকা ব্যাংককেই ফিরিয়ে দিতে হবে। বিধানসভায় আগরতলা পৌর নিগমের টাকা ঘোটালা কান্ড নিয়ে বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা।
ইউকো ব্যাংকের আগরতলা শাখা থেকে আগরতলা পৌর নিগমের বহু কোটি টাকা হাওয়া হয়ে যাওয়ার ঘটনায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।মঙ্গলবার বিধানসভার অধিবেশনের তিনি সংশ্লিষ্ট বিষয়ে বলতে গিয়ে জানান, আগরতলা পৌর নিগমের কিছু টাকা ইউকো ব্যাংকের আগরতলা শাখায় জমা করা ছিল ।কিন্তু চলতি মাসের ১ তারিখে চারটি চেকের মাধ্যমে ৯ কোটি ১৫ লক্ষ ৪৫ হাজার ৯০০ টাকা তুলে নেওয়া হয়েছে ।অথচ এই চেক গুলি পৌর নিগমের কাছেই রয়েছে। মুখ্যমন্ত্রী বিধানসভায় আরও জানান, পরবর্তী সময়ে আরো তিনটি চেকের মাধ্যমে ইউকো ব্যাংক থেকে আরো ৭ কোটি ২২ লক্ষ ৯৫ হাজার টাকা তুলে নেওয়া হয়।
এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী আরও জানান , ইউকো ব্যাংক থেকে আগরতলা পৌর নিগমের হাওয়া হয়ে যাওয়া টাকাগুলি আগরতলা পৌর নিগমকেই ফিরিয়ে দিতে হবে। এদিন বিধানসভার অধিবেশনে সকলকে আশ্বস্ত করে এই কথা জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও জানান, ব্যাংকের ভুলেই এটা সম্ভব হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে আগরতলা পৌর নিগমের ১৬ কোটি টাকার চেক জালিয়াতি কাণ্ডে ইতিমধ্যেই রাজধানীর ইউকো ব্যাংকের কেশিয়ার কে গ্রেফতার করা হয়েছে ।ধৃত ক্যাশিয়ার এর নাম রামিয়ানী শ্রীময়ী ।কিন্তু তথ্যভিজ্ঞ মহলের অভিমত, এই চেক জালিয়াতি কান্ডে আরো কয়েকজন রাঘব বোয়াল জড়িত ।এই সমস্ত রাঘব বোয়ালদের অবিলম্বে গ্রেপ্তার করার জন্য বিভিন্ন মহল থেকে দাবি উঠছে। এদিকে পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। তাই বিশেষ কিছু বলা যাবে না। তদন্তের নামে পুলিশের এই নীরবতা বিভিন্ন মহলে গুঞ্জন সৃষ্টি করেছে।