শারদ উৎসব উপলক্ষে দুস্হদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচি শারদ সাথী থ্রি পয়েন্ট জিরো -শুরু করলো রোটারেক্ট ক্লাব অব আগরতলা সেন্ট্রাল।এদিন সিপাহীজলা জেলার বসুন্ধরা এবং দেবীপুর চা বাগানের শ্রমিকদের মধ্যে বস্ত্র এবং শ্রমিকদের শিশুদের মধ্যে মিষ্টিও বিতরণ করে এই সামাজিক সংগঠনটি।
মহালয়ার দিন থেকেই শুরু হয়ে গেছে দেবীপক্ষ ।একই সাথে শুরু হয়ে গেছে দুর্গাপূজার কাউন্ট ডাউন। পূজাকে সামনে রেখে পূজা উদ্যোক্তাদের কর্মব্যস্ততা যখন তুঙ্গে তখন রাজ্যের দুস্হজনদের মুখে পূজোর সময় হাসি ফুটাতে ব্যস্ত বিভিন্ন সামাজিক সংখ্যাগুলি। এরই অন্যতম রোটারেক্ট ক্লাব অব আগরতলা সেন্ট্রাল। রবিবার মহালয়ার পুন্য লগ্নে রোটারেক্ট ক্লাব অফ আগরতলা সেন্ট্রাল এর উদ্যোগে সিপাহীজলা জেলার বসুন্ধরা এবং দেবীপুর চা বাগানের বাগিচা শ্রমিকদের মধ্যে বস্ত্র বিতরণের আয়োজন করা হয় ।একই সাথে শ্রমিকদের শিশুদের মধ্যে মিষ্টিও বিতরণ করে রোটারেক্ট ক্লাব অব আগরতলা সেন্ট্রাল ।এদিন সংস্থার পক্ষে অসিত সাহা জানান ,তারা এই সামাজিক কর্মসূচির নামকরন করেছেন শারদ সাথী।এবছর শারদ সাথী থ্রি পয়েন্ট জিরো কর্মসূচি অনুসারে বসুন্ধরা এবং দেবীপুর চা বাগানের ৩০০ জন শ্রমিকদের মধ্যে বস্ত্র তুলে দেওয়া হবে ।একই সাথে ১০০ জনের মত শ্রমিকদের শিশুদের মধ্যে মিষ্টি বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
পূজোর আগে নতুন বস্ত্র পেয়ে খুশি বসুন্ধরা চা বাগান এবং দেবীপুর চা বাগানের শ্রমিকরা। হাতে মিষ্টির প্যাকেট পেয়ে খুশি শ্রমিকদের শিশুরাও ।এই ধরনের কর্মসূচি প্রতিবছর জারি রাখা হবে বলে জানান রোটারেক্ট ক্লাব অব আগরতলা সেন্ট্রাল এর সমাজকর্মীরা।