মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন সব সম্প্রদায়, সব অংশের মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়নের যে ধারা অব্যাহত রেখেছেন প্রধানমন্ত্রী সেই লক্ষ্যে রাজ্যও কাজ করছে সরকার। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সেবা পাক্ষিক কর্মসূচির অঙ্গ হিসাবে প্রদেশ বিজেপি ওবিসি মোর্চা উদ্যোগে আজ আগরতলা প্রেসক্লাবে রক্তদান শিবিরের উদ্বোধন করে একথা বলেন তিনি।
মুখ্যমন্ত্রী আরও বলেন সরকার যখন যার দরকার তার উপর ভিত্তি করে স্বচ্ছতার সঙ্গে মানুষের উন্নয়নে কাজ করছে। যাতে মানুষের সঙ্গে দূরত্ব তৈরি না হয়। মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী মানুষের কথা শুনেন। সমস্ত কার্যকর্তাদের ও সেই বিষয়টি উপর ধ্যান দিতে হবে। সবকা সাথ সবকা বিশ্বাস এই মন্ত্রে বিশ্বাসী সরকারের প্রতি মানুষের আস্থা ভরসা রয়েছে। রাজ্যের ৪০ শতাংশ ওবিসি সম্প্রদায়ের ভুক্ত মানুষ রয়েছেন। তাদের সমস্যা সমাধানে সরকার যথাসাধ্য চেষ্টা করছে। রাজ্যে এখন পর্যন্ত 19 হাজার 800 চাকরি হয়েছে, তার মধ্যে ওবিসি রাও আছেন। মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সামনের দিকে এগিয়ে যাচ্ছে। পরিকাঠামো উন্নয়নে বাজেট বৃদ্ধি, জিএসডিপি র ক্ষেত্রে উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট, পার ক্যাপিটেল ইনকাম এর ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট, এছাড়া সব ক্ষেত্রেই দেশের মধ্যে সেকেন্ড রানার হিসেবে রাজ্য প্রতিষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওবিসি কল্যাণ দপ্তরের মধ্যে সান্তনা চাকমা ওবিসি মোর্চার রাজ্য সভানেত্রী মলিনা দেবনাথ। উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য ,কর্পোরেটর রত্না দত্ত, ওবিসি মোর্চার চেয়ারম্যান মৃণাল কান্তি নাথ সহ অন্যান্যরা।