নিজেকে চেনার মধ্য দিয়েই আত্মনির্ভর ভারতের কাজ শুরু হবে ।শনিবার প্রদেশ বিজেপি দপ্তরে আত্মনির্ভর ভারত সংকল্প অভিযানের রাজ্যভিত্তিক কর্মশালার উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।’হর ঘর স্বদেশী,ঘর ঘর স্বদেশী’- এই স্লোগানকে সামনে রেখে ২৫ সেপ্টেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত তিন মাস ব্যাপী চলবে এই অভিযান।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সারাদেশে ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ১৫ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি ।এরই মধ্যে আগামী ২৫ সেপ্টেম্বর পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন ।এ ছাড়া আগামী ২৫ ডিসেম্বর প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন ।এই দুটি বিশেষ গুরুত্বপূর্ণ দিনকে সামনে রেখে ২৫ সেপ্টেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত বিজেপি দল তিন মাস ব্যাপী একটি কর্মসূচি হাতে নিয়েছে ।এর নামকরণ করা হয়েছে আত্মনির্ভর ভারত সংকল্প অভিযান ।শনিবার বিজেপির রাজ্য দপ্তরে আত্মনির্ভর ভারত সংকল্প অভিযানের রাজ্যভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয় ।এই কর্মশালায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ প্রদেশ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ ।এই কর্মশালার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, আগামী ২৫ সেপ্টেম্বর পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন থেকে শুরু করে ২৫ ডিসেম্বর প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন পর্যন্ত এই কর্মসূচি চলবে ।এর মানে সেল্ফ রিলায়েন্স। প্রত্যেক ব্যক্তিকে আত্মনির্ভর হতে হবে ।মুখ্যমন্ত্রী বলেন, আমাদের রাজ্যে অনেক রিসোর্স রয়েছে ।রাবার ,ব্যাম্বো ,আগর, হর্টিকালচার থেকে শুরু করে কুইন পাইনাপেল ,কিউ পাইনাপেল ,কাঁঠাল ,রাবারের ফার্নিচার ।এই রিসোর্স গুলি কে কিভাবে আরো আধুনিক করা যায় সে সম্পর্কে কর্মশালায় বিস্তারিত আলোচনা হয়েছে ।মুখ্যমন্ত্রী আরও বলেন ,নিজের অর্থনৈতিক অবস্থা ,শিক্ষা, বাচনভঙ্গি ,জ্ঞান অর্জন, ব্যবহার ,ব্যক্তিত্ব ইত্যাদির মাধ্যমে নিজেকে চেনার মধ্য দিয়েই এই আত্মনির্ভর ভারতের কাজ শুরু হবে।
এদিন মুখ্যমন্ত্রী জানান, শনিবার বিজেপি রাজ্য দপ্তরে রাজ্যভিত্তিক কর্মশালা হয়েছে ।পরবর্তী সময়ে জেলা ভিত্তিক , মন্ডল ভিত্তিক এবং বুথ ভিত্তিক এই কর্মশালার আয়োজন করা হবে।