Tuesday, October 14, 2025
বাড়িখবররাজ্যঅধিবেশনের সময়সীমা বৃদ্ধি নিয়ে বিধানসভায় বাকবিতন্ডা

অধিবেশনের সময়সীমা বৃদ্ধি নিয়ে বিধানসভায় বাকবিতন্ডা

প্রধানমন্ত্রীর আগমনের চেয়ে জনগণের সমস্যা অনেক বড়- প্রধানমন্ত্রীর আগমনের জন্য বিধানসভার অধিবেশন বন্ধ রাখার সিদ্ধান্তের প্রতিবাদ জানালেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ।তারা বিধানসভার অধিবেশনের দিনক্ষণ বৃদ্ধির দাবিও জানান ।বিরোধীদের এই দাবির পরিপ্রেক্ষিতে বিধানসভায় সংসদ বিষয়ক মন্ত্রী রতল লাল নাথ জানান, আগামী অধিবেশনে দিনক্ষণ বৃদ্ধি করা হবে।

ত্রয়োদশ রাজ্য বিধানসভার অষ্টম অধিবেশন শুক্রবার থেকে শুরু হল। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের জন্য বিধানসভার অধিবেশন স্থগিত রাখা এবং অধিবেশনের দিনক্ষণ কমিয়ে আনার বিষয়ে বিধানসভায় ক্ষোভ প্রকাশ করেন বিরোধীরা ।এই বিষয়ে বলতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী জানান, প্রধানমন্ত্রী আসছেন ,তা ভালো কথা ।কিন্তু এই কারণে বিধানসভার অধিবেশন বন্ধ থাকবে তা মানা যায় না। বিধানসভার অধিবেশন আগামী বুধবার থেকেও শুরু হতে পারতো বলে অভিমত ব্যক্ত করেন বিরোধী দলনেতা।

একই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন জানান ,নির্বাচিত বিধায়কদের জনগণের সমস্যার কথা তুলে ধরার একমাত্র স্থান হলো বিধানসভা ।প্রধানমন্ত্রী আসবেন তা ভালো কথা। ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দির উদ্বোধন করবেন তিনি। কিন্তু জনগণের সমস্যা প্রধানমন্ত্রীর আগমনের চেয়ে অনেক বড়।

বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলতে গিয়ে সংসদ বিষয়ক মন্ত্রী রতনলাল নাথ জানান ,গোটা বিষয়টি বিএসি বৈঠকে আলোচনার মাধ্যমে গৃহীত হয় ।তিনি আরো জানান, অধিবেশনের দিনক্ষণ বৃদ্ধির জন্য বিএসি বৈঠকে প্রস্তাবানা হয়েছিল ঠিকই। আগামী অধিবেশনে বিধানসভার দিনক্ষণ বৃদ্ধি করা হবে, বর্তমান অধিবেশন নির্ধারিত সূচি অনুসারে চালিয়ে যাওয়ার জন্য সকল সদস্যদের প্রতি আহ্বান জানান মন্ত্রী রতনলাল নাথ।

উল্লেখ্য ,শুক্রবার থেকে শুরু হয় এই বিধানসভার অধিবেশন ।সাধারণ নিয়ম অনুসারে শনিবার এবং রবিবার অধিবেশনের কাজ বন্ধ থাকে। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য সফরের জন্য বিধানসভার অধিবেশন বসবে না ।মঙ্গলবার যথারীতি বিধানসভার অধিবেশন বসবে ।মঙ্গলবারই চলতি বিধানসভার অধিবেশনের শেষ দিন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twelve + seventeen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য