Monday, September 15, 2025
বাড়িখবররাজ্য১৯ এবং ২৩ সেপ্টেম্বর দুই দিনের জন্য বসছে রাজ্য বিধানসভার বর্ষাকালীন অধিবেশন

১৯ এবং ২৩ সেপ্টেম্বর দুই দিনের জন্য বসছে রাজ্য বিধানসভার বর্ষাকালীন অধিবেশন

১৯ এবং ২৩ সেপ্টেম্বর দুই দিনের জন্য রাজ্য বিধানসভার বর্ষাকালীন অধিবেশন বসছে। 22 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য সফরের জন্য বিধানসভার অধিবেশন বসবে না ।এদিন বিএসি বৈঠক শেষে সংসদ বিষয়ক মন্ত্রী রতনলাল নাথ এই সংবাদ জানিয়েছেন।

আগামী শুক্রবার থেকে রাজ্য বিধানসভার বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে। বর্ষাকালীন অধিবেশন চলবে দুই দিনের জন্য ।শুক্রবার ১৯ সেপ্টেম্বর এবং মঙ্গলবার 23 সেপ্টেম্বর ।রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন অসুস্থ থাকায় বিধানসভা পরিচালনা করবেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। সোমবার বিধানসভার কনফারেন্স হলে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয় ।bsc বৈঠক শেষে রাজ্যের সংসদ বিষয়ক মন্ত্রী রতন লাল নাথ এই সংবাদ জানিয়েছেন। তিনি জানান, ২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর রাজ্য সফর রয়েছে, তাই সেদিন বিধানসভার অধিবেশন বসবে না। অধিবেশন বসবে ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার। বিধানসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান সংসদ বিষয়ক মন্ত্রী রতনলাল নাথ।

এদিন সংসদ বিষয়ক মন্ত্রী রতনলাল জানান ,বিএসি বৈঠকে কংগ্রেস ,সিপিএম, বিজেপি ,তিপ্রা মথা এবং আইপিএফটি সব দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিরোধী দলনেতা উপস্থিত না থাকলেও তার প্রতিনিধি বিএসি বৈঠকে উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য