সমাজ গঠনে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ।এই ভূমিকা সঠিকভাবে পালন করার পরিবেশ তৈরি করতে হবে ।রবিবার 58 তম ইঞ্জিনিয়ারস দিবস উদযাপন উপলক্ষে তিপ্রা ইঞ্জিনিয়ারস সোসাইটি ত্রিপুরা আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এই কথা বলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা।
রবিবার সারা দেশের সাথে রাজ্যেও পালিত হচ্ছে আটান্নতম প্রকৌশলী বা ইঞ্জিনিয়ারস দিবস ।এই দিবস উদযাপন উপলক্ষে ইঞ্জিনিয়ারসদের বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে ।রবিবার আগরতলার দশরথ দেব স্মৃতিভবনে 58 তম প্রকৌশলী দিবসকে সামনে রেখে এক অনুষ্ঠানের আয়োজন করে তিপ্রা প্রকৌশলী সোসাইটি ত্রিপুরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা ,বিধায়ক রঞ্জিত দেববর্মা ,তিপ্রা ইঞ্জিনিয়ারস সোসাইটি ত্রিপুরা’র সাধারণ সম্পাদক জীবন দেববর্মা, সংগঠনের প্রতিষ্ঠাতা সুদন দেববর্মা সহ অন্যান্যরা ।এদিন প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী অনিমেষ দেববর্মা সহ অন্যান্য অতিথিরা ।এই কর্মসূচি প্রসঙ্গে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন, তিপ্রা ইঞ্জিনিয়ারস সোসাইটি মুখ্যত একটি অরাজনৈতিক সংগঠন। এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন দপ্তরে নতুন যারা নিয়োগ পেয়েছেন তাদের সংবর্ধনা প্রদান করা হবে ।অনুষ্ঠানে আড়াইশো জন ইঞ্জিনিয়ার উপস্থিত থাকবেন। ইঞ্জিনিয়ারদের বিভিন্ন সমস্যা নিয়ে এই অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা হবে ।তাদের কাজের পরিবেশের সমস্যা, প্রমোশন ,বিভিন্ন দাবি ইত্যাদি বিষয় আলোচনায় উত্থাপিত হবে ।বনমন্ত্রী জানান, সমাজের স্বার্থে ইঞ্জিনিয়ারদের ভূমিকা রয়েছে। তাই ইঞ্জিনিয়ারদেরকে সমাজে স্বার্থে কিভাবে ব্যবহার করা যায় তা নিয়ে এই অনুষ্ঠানে বিস্তারিতভাবে আলোচনা হবে।
অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারদের বিভিন্ন সমস্যা এবং তার সমাধানের পথ কি হবে সে সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরেন তিপ্রা ইঞ্জিনিয়ারস সোসাইটি ত্রিপুরার সাধারণ সম্পাদক জীবন দেববর্মা।